আপাতত বলিউড-জুড়ে শুধুই পার্টির মরশুম। প্রি-দিওয়ালি পার্টিতে মজেছে তারকারা। ছবিতে দেখে নিন ভূমি পেডনেকরের দিওয়ালি পার্টিতে কারা কারা এসেছিলেন।
1/5শুক্রবার রাতে দিওয়ালি পার্টি দিয়েছিলেন বলি-অভিনেত্রী ভূমি পেডনেকর। শাহরুখের দুই ছেলে-মেয়ে সুহানা-আরিয়ান, অজয় কন্যা নাইসারা এই পার্টিতে হাজির হয়ে খানিক চমকেই দিলেন সকলকে। ভূমি এদিন পরেছিলেন একটি মাল্টি কালারের লেহেঙ্গা। সাজেও ছিল বিশেষ চমক। অভিনেত্রীর সঙ্গে এদিন ছিলেন বোন সমীক্ষা পেডনেকর। দিদির মতোই সুন্দরী তিনি, বেছেছিলেন একটি সিলভার লেহেঙ্গা এদিন।
2/5পার্টিতে হাজির ছিলেন অজয়-কাজল কন্যা নাইসা দেবগন। তিনি বলিউডে এখনও পা না রাখলে কী হবে, চর্চাতে থাকেন প্রায় রোজই। সোনালি রঙের লেহেঙ্গাতে পার্টিতে এসেছিলেন নাইসা। তবে পাশে বসা এই রহস্যময় পুরুষটি কে তা একটা বড় রহস্য তো বটেই!