বলিউডের অন্যতম চর্চিত জুটি শাহরুখ কন্যা সুহানা খান ও বচ্চনের একমাত্র নাতি অগস্ত্য নন্দ। বলিউড সফর শুরু একসঙ্গেই করেছেন এই দুই স্টারকিড। দীর্ঘদিনের জল্পনা ‘দ্য আর্চিজ’-এর সেটে নায়ক অগস্ত্যকে মন দিয়ে বসেছেন শাহরুখ কন্যা। এই ভালোবাসার কাহিনি নাকি ইতিমধ্যেই জানে খান ও বচ্চন পরিবার।
আলোর উৎসবেও কাছাকাছি সুহানা-অগস্ত্য। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিল একঝাঁক বলিউড তারকা। সেখানেই এক গাড়িতে হাজির সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকের উপর থেকে চোখ সরল না সুহানার। অগস্ত্যকে দু-চোখে আগলে রাখলেন তিনি।
বচ্চন কন্যা শ্বেতা নন্দার একমাত্র পুত্র অগস্ত্য। সূত্রের খবর, জোয়া আখতারের ছবির সেটে একসঙ্গে লম্বা সময় কাটাতেন সুহানা-অগস্ত্য। তখনই বন্ধুত্বে প্রেমের রঙ লাগে। নিজেদের ঘনিষ্ঠতা কখনই আড়াল করার চেষ্টা করেনি তাঁরা। তবে এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কে আনতে চান না দুজনে। বয়সে বচ্চনের নাতির চেয়ে মাস কয়েকের বড় সুহানা।
এদিন সুহানা খানকে একটি শিমারি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা মিলল। অগস্ত্য নন্দা একটি চকচকে কালো পোশাকে ঝলমল করলেন। সুহানা এবং অগস্ত্যকে গাড়িতে বসে একে অপরের সাথে হাসতে এবং গল্প করতে দেখা গেছে। পাপারাৎজিদের ক্যামেরা থেকে মুখ ফেরানোর কোনও প্রয়াসই করেননি তাঁরা।
এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনও কোনওপ্রকার মন্তব্য করেননি শাহরুখ-গৌরী কিংবা বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। ছেলের বউ হিসাবে ইতিমধ্যেই সুহানাকে মেনে নিয়েছেন বচ্চন-কন্যা।
এদিনের পার্টিতে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, সুহানা খান, অগস্ত্য নন্দা, করণ জোহর, শাহিদ কাপুর, মীরা রাজপুত এবং শ্বেতা বচ্চনসহ একাধিক তারকারা।
দিওয়ালি পার্টির জন্য, ক্যাটরিনা বেছেনিয়েছিলেন সোনালি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। ভিকি কৌশলকে দেখা গেল কালো পোশাকে। ভিকির সাথে ঘটনাস্থলে পৌঁছানোর সময় ক্যাটরিনাকে হাসতে এবং পাপারাজ্জিদের দিকে হাত নাড়তে দেখা গেছে।
শাহিদ কাপুরকে দেখা গেল কালো ও সোনালি রঙের ট্র্যাডিশনাল পোশাকে। মীরা রাজপুতের পরনে ছিল সোনালি স্যুট। পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসলেন তাঁরাও। করণ জোহর সবুজ এমব্রয়ডারির সঙ্গে সাদা পোশাক পরেছিলেন। সবুজ ও সোনালি রঙের স্যুটে দেখা গেল শ্বেতা বচ্চনকে। বিপাশা বসু পরেছিলেন গোলাপি ও সোনালি রঙের স্যুট, করণ সিং গ্রোভার পরেছিলেন কালো কুর্তা-পাজামা।
ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেন শ্বেতা বচ্চন ১৯৯৭ সালের ১৬ ফেব্রুয়ারি। তাঁদের দুই সন্তান নভ্যা ও অগস্ত্য। মামার বাড়ির ট্রাডিশন মেনে বলিউডে নাম লিখিয়েছে অগস্ত্য। সুহানাকে আগামিতে দেখা যাবে শাহরুখের সঙ্গে ‘দ্য কিং’ ছবিতে। অন্যদিকে শ্রীরাম রাঘবনের ইক্কিস-এ দেখা যাবে বচ্চনের নাতিকে। সত্যি কি শাহরুখের বেয়ান হবেন বচ্চন কন্যা? সেই জবাব তো সময় দেবে।