ছবিতে থাকা খুদে মেয়েটি পা রাখল ২৪ বছরে। স্টারকিডদের মধ্যে সবচেয়ে বেশি বড়লোক তিনি। বলিউডে পা রেখেছেন ২০২৩ সালেই। যদিও অভিনয় দিয়ে খুব একটা লোকের মনে দাগ কাটতে পারেননি। এই খুদে মেয়েটি (এখন যদিও আর খুদে নেই!) বাবা সুপারস্টার। বলিউডের বেতাজ বাদশা। ছোট থেকেই তাই অভ্যস্ত লাইমলাইটে। বুঝতে পারছেন তো কার কথা হচ্ছে?
ঠিকই ধরেছেন ছবিটি শাহরুখ খানের ছোট কন্যে সুহানা খানের। যিনি দ্য আর্চিজ দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জার্নি শুরু করেন। তবে সেটি এসেছিল ওটিটি-তে। প্রেক্ষাগৃহে সুহানার সিনেমা আসা এখনও বাকি। আর মেয়ের সিনেমা হলের ডেবিউতে সঙ্গ দিচ্ছেন শাহরুখ খান নিজেও। ছবির নাম হতে পারে ‘কিং’।
আরও পড়ুন: এভাবেও বদলে যাওয়া যায়! শুভশ্রীর সঙ্গে সেলফি, এ কী চেহারা হয়েছে রাজের
২০০০ সালের ২২ মে জন্মগ্রহণ করেন সুহানা। দাদা আরিয়ান তাঁর চেয়ে বছর চারেকের বড়। এছাড়া রয়েছে ভাই আব্রামও। তবে সুহানা বাবার নয়নের মণি। আইপিএলের চলতি সিজনে কেকেআরের বেশিরভাগ ম্যাচেই মাঠে দেখা গিয়েছে সুহানা ও আব্রামকে। আশা করা যাচ্ছে, ফাইনালের দিনও তিনি থাকবেন মাঠে।
সুহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর বেস্ট ফ্রেন্ড অনন্যা পাণ্ডে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মেয়ে। পুরো পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। আই লাভ ইউ সুজি (রেড হার্ট ইমোজি)। @suhanakhan2 এই ছবিটি হল সেই বিশেষ মুহূর্তের, যা করতে আমরা সবচেয়ে বেশি যা পছন্দ করি।’
আরও পড়ুন: ‘রণবীরই সন্তানের বাবা তো?’, দীপিকার বেবি বাম্পকে বলা হল ‘ভুয়ো’, নেটপাড়ায় শুরু হৈচৈ
সুহানা খান তাঁর দ্য আর্চিজ সহ-অভিনেকা অগস্ত্য নন্দাকে ডেট করছেন বলে খবর। যিনি অমিতাভ বচ্চনের নাতি। অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দার ছেলে। জন্মদিনে অগস্ত্যর কাছ থেকে কোনও বিশেষ বার্তা না এলেও, সুহানাকে শুভেচ্ছা জানালেন অগস্ত্যর দিদি নভ্যা নভেলি নন্দা। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সুহানা (লাল হৃদয়ের ইমোজি)।’
মুম্বইয়ের বিখ্যাত ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর, সুহানা আরডিংলি কলেজ থেকে স্নাতক হন এবং পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি টিশ স্কুল অফ আর্টসে ভর্তি হন। সেখান থেকেই থিয়েটারে কাজ করা শুরু। ২০১৮ সালেই সুহানা Vogue India-এর কভারে জায়গা করে নেন। মাত্র একটি সিনেমাতে কাজ করলেও একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। যার মধ্যে রয়েছে মেবিলিন, লাক্স, টিরা।
একইসঙ্গে তিনি নিজের নামে কিনেছেন আলিবাগে কৃষিজমি। জানা গিয়েছে, সেই জমির দাম ১২ কোটি ৯১ লক্ষ টাকা।