ছোট্ট থেকেই গলায়-গলায় ভাব শাহরুখ কন্যা সুহানা খান এবং চাঙ্কি পান্ডে কন্যা অনন্যার। যৌবনে আরও গাঢ় হয়েছে দুজনের বন্ধুত্ব। এক কথায় তাঁর বেস্ট ফ্রেন্ড। একসঙ্গে পড়াশোনার পর এখন দুজনেই পা রেখেছেন বলিউডে। করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-এর সঙ্গে কেরিয়ার শুরু করেন অনন্যা। ইন্ডাস্ট্রিতে সুহানার চেয়ে সিনিয়র তিনি। আরও পড়ুন-শাঁখা-সিঁদুর পরে আইবুড়ো ভাত খেলেন শ্বেতা! প্রস্তুতি তুঙ্গে, রুবেলের সঙ্গে বিয়ে কবে?
সুযোগ পেলে পরস্পরের প্রশংসা করতে ভোলেন না দুজনেই। সুহানার সবচেয়ে বড় চিয়ার লিডার অনন্যা, একইরকমভাবে অনন্যার সাফল্যে সবার আগে উচ্ছ্বাস জাহির করেন শাহরুখ-তনয়া। রবিবার রাতে ফিল্মফেয়ার ওটিটির মঞ্চে অ্যাওয়ার্ড ছিনিয়ে নেন অনন্যা। বন্ধুর জয়ে আবেগে ভাসলেন সুহানা।
রবিবার রাতে সুহানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্যার একটি ছবি শেয়ার করেছেন। কালো ট্যাঙ্ক টপে অনন্যা, একটি টেবিলের উপর কনুই রেখে বসে আছেন দু-চোখ বুজে। তাঁর সামনে রাখা ফিল্মফেয়ার ট্রফি। স্বপ্ন পূরণের খুশি অনন্যার চোখেমুখে। ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বেস্ট অ্যাকট্রেস’। অর্থাৎ সুহানার চোখে অনন্যাই সেরা অভিনেত্রী!
অনন্যাকে ইনস্টাগ্রাম অভিনন্দন জানিয়েছেন মা ভাবনা পান্ডে, চর্চিত প্রেমিক ওয়াকার ব্লাঙ্কো, বচ্চনের নাতনি নভ্যা নন্দা এবং কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। অনন্যা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে ফিল্মফেয়ার ট্রফির সাথে পোজ দিতে দেখা গিয়েছে নায়িকাকে। অর্জুন ভারাইন পরিচালিত ‘খো গায়ে হাম কাহান’ ছবির জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর সম্মান জিতেছেন অনন্যা।
পুরস্কার জিতে ‘শাহরুখ আঙ্কেল’-এর সংলাপ ধার করে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন অনন্যা। ২০০৭ সালে মুক্তি পাওয়া 'ওম শান্তি ওম'-জনপ্রিয় সংলাপ উদ্ধৃত করে অনন্যা লেখেন, ‘ইতনি শিদ্দাত সে ম্যায়নে তুমহে পানে কি কৌশিশ কি হ্যায়, কি হর জাররে নে মুঝে তুমসে মিলানে কি সাজিশ কি হ্যায়।’
অনন্যা তাঁর খো গায়ে হাম কাহাঁ-এর সহ-অভিনেতাদেরও ধন্যবাদ জানিয়েছেন। এই ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অনন্যা। গত ডিসেম্বরে এটি সরাসরি নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পায়।
অনন্যাকে আগামীতে অক্ষয় কুমার ও আর মাধবনের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে। এদিকে কিং ছবির মাধ্যমে থিয়েটারে অভিষেক হতে যাচ্ছে সুহানার।