অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান জমে উঠেছে। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। সেখানেই একে একে এসে হাজির হয়েছেন বলিউড, হলিউড সহ স্পোর্টস দুনিয়ার বিভিন্ন তারকারা। ভাই আরিয়ানের হাত ধরে এসেছেন সুহানা খানও। তিনি এদিন তাঁর মায়ের একটি শাড়ি পরে এসেছিলেন।
অনন্ত-রাধিকার বিয়েতে মায়ের শাড়ি পরে এলেন সুহানা
অনন্ত রাধিকার বিয়েতে শাহরুখ খান এবং গৌরী খানের এখনও দেখা না মিললেও সুহানা আরিয়ান এসে উপস্থিত হয়েছেন। সুহানা একটি গোল্ডেন শিমারি শাড়ি পরে এসেছেন। আদতে এটি তাঁর মা গৌরী খানের শাড়ি। গত ২০২২ সালের দীপাবলিতে গৌরী খান এই শাড়িটা পরেছিলেন। এবার অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষ্যে সেটাই পরে এলেন সুহানা খান। আরিয়ান খান কালো কুর্তা এবং প্যান্ট পরে এসেছেন। তাঁরা দুজনে একসঙ্গে বিয়ে বাড়িতে আসেন এদিন।
প্রসঙ্গত সুহানা খান সদ্যই বলিউডে ডেবিউ করেছেন। দ্য আর্চিজ ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছেন। অন্যদিকে তাঁর ভাই আরিয়ান খান অভিনয়ের বদলে পরিচালক হিসেবে শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছেন।
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট ১২ জুলাই বিয়ে করলেন। শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
ইতিমধ্যেই তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এবার পালা খালি বিয়ের। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করবেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও থাকবেন। জানা গিয়েছে শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করবেন। এছাড়া থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।
কারা কারা আসছেন এই বিয়েতে?
বলিউড তারকা থেকে শুরু করে স্পোর্টস, রাজনীতি, ব্যবসা, বিদেশের তারকা সহ বিভিন্ন ফিল্ডের খ্যাতনামা ব্যক্তিরা এদিন উপস্থিত থাকবেন অনন্ত রাধিকার বিয়ে দেখার জন্য। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, কিম কার্দাশিয়ান প্রমুখকে দেখা যাবে এই বিয়েতে। প্রসঙ্গত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিয়েতে যোগ দিতে পৌঁছেছেন সেখানে।