বাংলা নিউজ > বায়োস্কোপ > Suhana Khan's Workout Photo: অবশেষে জানা গেল শাহরুখ-কন্যার ফিটনেসের রহস্য, ছবি ফাঁস করল সুহানার ট্রেনার

Suhana Khan's Workout Photo: অবশেষে জানা গেল শাহরুখ-কন্যার ফিটনেসের রহস্য, ছবি ফাঁস করল সুহানার ট্রেনার

সুহানা খানের যোগা করার ভিডিয়ো নিয়ে হইচই।

সুহানা খান-কে খুব জলদি দেখা যাবে ‘দ্য আর্চিস’ ছবিতে। আপাতত নিজেকে ফিট রাখতে বড়ই ব্যস্ত তিনি। 

শাহরুখ খানের মেয়ে সুহানা খান খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছে। আর তাই আজকাল প্রায়ই খবরে থাকেন এই স্টার কিড। নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে বলিউডে পা রাখবেন সুহানা। সঙ্গে দেখা মিলবে অমিতাভের নাতি অগস্ত্য নন্দা, ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। তবে সিনেমার খবরের মাঝেই সুহানার ওয়ার্ক আউটের একটা ছবি ভাইরাল হয়েছে।

সুহানা খান-এর ফিটনেস ট্রেনার রুপল সিদ্ধপুরা ফারিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল নিজেকে ফিট রাখতে কড়া ট্রেনিং করছেন তিনি। এই ছবিতে সুহানাকে দেখা গেল কাকাসন করতে। যেখানে উপুর হয়ে বসে দুই হাতে নিজের পুরো শরীরের ভার বহন করছেন তিনি। শাহরুখ-কন্যার এই ছবি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা তার প্রশংসা করে ক্লান্ত হচ্ছেন না। আরও পড়ুন: 'মনে রাখিস তুই পারফেক্ট হতে পারবি না', অভিনেত্রী সুহানাকে বার্তা ‘পাপা’ শাহরুখের

আসলে বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে সুহানার ফলোয়ার্সের সংখ্যাও আকাশছোঁয়া। সঙ্গে ট্রোলাররাও ছাড়েন না কথায় কথায় তাঁকে নিয়ে ট্রোল করতে। ২০০০ সালের ২২ মে জন্ম হয় তাঁর। এতদিন পড়াশওনার জন্য ছিলেন নিউ ইয়র্কে। মাত্র ২১ বছর বয়সে বাবার পদাঙ্ক অনুসরণ করে পা রেখে ফেললেন অভিনয়ে। এবার দেখার পরদায় কতটা বাজিমাত করতে পারেন সুহানা খান।

প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, সুহানা খানের প্রথম চলচ্চিত্র ‘দ্য আর্চিস’ একটি মিউজিক্যাল ড্রামা। যা ১৯৬০-এর দশকের পটভূমিতে নির্মিত। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক জোয়া আখতার।

বন্ধ করুন