সুহানা খানের জন্মদিন আজ। ২২ মে তিনি ২৪ বছরে পা দিলেন। আজকের দিনটা তাঁর ডাবল সেলিব্রেশন হওয়ার কথা ছিল। একদিকে গত মঙ্গলবার ২১ মে কেকেআর কোয়ালিফায়ার ১ জয় করে। তার পরের দিনই আবার জন্মদিন। কিন্তু এবারের এই দিনটি যেন একটু আলাদা। হিট স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি বাবা। তাই কীভাবে এবারের জন্মদিন সুহানা খান? কারাই বা তাঁকে শুভেচ্ছা জানালেন?
আরও পড়ুন: প্রবল গরমে হিট স্ট্রোক শাহরুখের, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এখন কেমন আছেন?
সুহানার জন্মদিনে কারা শুভেচ্ছা পাঠালেন?
সুহানা খানের তিন বেস্ট ফ্রেন্ড অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং নভ্যা নভেলি নন্দা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন সুহানার ছোটবেলার বন্ধু তথা সহ অভিনেত্রী অনন্যা পাণ্ডে ইনস্টাগ্রাম স্টোরিতে আইপিএলের সময় তোলা একটি ছবি পোস্ট করেন। কেকেআরের জার্সি পরে রয়েছেন তাঁরা দুজনে। এই ছবিটি পোস্ট করে অনন্যা লেখেন, 'আমার সেরা মেয়েটিকে জন্মদিনের শুভেচ্ছা। এই গোটা বিশ্বে তোমার মতো আর কেউ নেই। তোমায় ভালোবাসি সুজি।'
আরও পড়ুন: ৩ - এ পা ছেলের, ছোট্ট দেবায়নকে শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া লিখলেন, 'আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ'
শানায়া কাপুরও এদিন আইপিএলের সময় তোলা একটি ছবি পোস্ট করে সুহানাকে শুভেচ্ছা জানান। তিনি তাঁর পোস্টে লেখেন, 'শুভ জন্মদিন সিস্টার। ভীষণ ভীষণ ভালোবাসি।' প্রসঙ্গত শানায়া কাপুর শীঘ্রই ডেবিউ করতে চলেছেন।
আরও পড়ুন: কেকেআরের বোলিংয়ে কুপোকাত হায়দরাবাদ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সুহানা গম্ভীর, ছেলেকে জাপটে আদর শাহরুখের
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
নভ্যা নভেলি নন্দাও এদিন সুহানাকে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'শুভ জন্মদিন সুহানা।' প্রসঙ্গত কানাঘুষোয় শোনা যাচ্ছে নভ্যার ভাই অগস্ত্যর সঙ্গে নাকি সুহানার প্রেম জমে ক্ষীর। তবে তাঁরা এই বিষয়ে এখনও কেউ মুখ খোলেননি।