৮৮ বছরে পা দিলেন বাংলার অন্যতম খ্যাতনামা অভিনেতা অরুণ মুখোপাধ্যায়। তাঁর জন্মদিন উপলক্ষে এদিন একটি অদেখা ভিডিয়ো পোস্ট করলেন তাঁর সন্তান তথা অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। এই বয়সেও যে কতটা দাপটের সঙ্গে তিনি অভিনয় করেন সেটাই ধরা পড়ল এই ভিডিয়োতে।
কী ঘটেছে?
এদিন সুজন নীল মুখোপাধ্যায় যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি ঘরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন তাঁরা। সেখানে একটি নাটকের দৃশ্যের সংলাপ পাঠ করছেন অরুণ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন ছেলে সুজন নীলই।
আরও পড়ুন: দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, জীবনের নতুন 'আলো'র সঙ্গে আলাপ করানোর পর এবার কী করলেন তথাগত?
এদিন এই ভিডিয়ো পোস্ট করে সুজন নীল মুখোপাধ্যায় লেখেন, 'অরুণ মুখোপাধ্যায়ের ৮৮ তম জন্মদিন উদযাপন। জগন্নাথ নাটকের শেষ দৃশ্যের অভিনয় একসাথে। এক অকল্পনীয় অনুভূতি। এ আর হবে না,তাই ভাগীদার সবার সাথে... এটা থেকে যাক।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'সবাইকে তো আর প্রণাম করা যায় না। তবে কয়েকজন তো নিশ্চয়ই আছেন, যাদের ছবি বা সাক্ষাৎ দর্শনে আপনা থেকেই মাথা নিচে নেমে যায়। প্রণাম স্যার। প্রণাম অরুণ বাবু।' আরেকজন লেখেন, 'নাট্য জগতের ইতিহাসে জ্বলজ্বল করবে এই লিজেন্ডের নাম, আহা, প্রণাম অরুন মুখোপাধ্যায় দাদা। সবে ৮৮। একশো উদযাপন করবো হই হই করে, শুভ জন্মদিন।' কেউ আবার লেখেন, ‘মনে পড়ে যায় অরুণ মুখোপাধ্যায় সেই সব দিনের জগন্নাথ নাটকের অসাধারণ অভিনয়। সশ্রদ্ধ প্রণাম জানাই।’
তৃতীয় জন লেখেন, 'স্যারের দীর্ঘ নীরোগ জীবন কামনা করি।' চতুর্থ জন লেখেন, 'চেতনার শ্রদ্ধেয় অরুণদার নাটক দেখার স্মৃতি ও অল্প কয়েক দিনের সঙ্গ লাভের আড্ডার দিনগুলো আজও অমলিন। কালজয়ী জগন্নাথ বা মারীচ সংবাদ নাটক দেখার অভিজ্ঞতা বা বাংলা থিয়েটারের সে এক স্বর্ণযুগের শিরোপা অরুণদারই প্রাপ্য। আমরাও গ্ৰামে গঞ্জে নাটক করি। সেই সুবাদে নাট্য একাডেমির বহরমপুরের রবীন্দ্রসদনে (তখন সপ্তাহব্যাপী থিয়েটার জগতের মহারথীদের সমাবেশ হয়েছিল।)
ওয়ার্কশপের শিক্ষার্থী হয়ে অরুণদাকে মারীচ সংবাদ এর চলচিত্রায়িত রূপ দেখানোর অনুরোধ করলে বলেন 'আরে তুমি তো বেশ খবর রাখো! ইন্দ্রদাকে বলো। তখন আর দেখা হল না। আমার সেই অনুরোধ রক্ষা হয়েছিল গিরিশ মঞ্চে রাজ্যস্তরের শিক্ষার্থীর হবার সুযোগ (১৯৮৮ ) পেলে। কত সহজ সরল মানুষ উনি। অকপটে মেশা যেত। কত প্রিয়জন হয়ে উঠেছিলেন। এখনকার মতো কেউকেটা বা যন্ত্র মানুষ নন। সেদিন না এলেও অরুণদার প্রতি শ্রদ্ধা অটুট আছে।।'