বাংলা নিউজ > বায়োস্কোপ > Sujoy Prasad Chatterjee: ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক,গলায় হার! ‘মেয়েলি’ সাজের জেরে ট্রোলড, কড়া জবাব সুজয়ের

Sujoy Prasad Chatterjee: ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক,গলায় হার! ‘মেয়েলি’ সাজের জেরে ট্রোলড, কড়া জবাব সুজয়ের

সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (ছবি-ফেসবুক)

Sujoy Prasad Chatterjee: ‘উদ্ভট’ সাজ নিয়ে ব্যঙ্গের মুখে ‘বেলাশুরু’ অভিনেতা, দিলেন মোক্ষম জবাব। 

ছেলেদের কি ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় না? কিছুদিন আগেই এই প্রশ্ন তুলেছিলেন সুজয় প্রসাদ শিল্পী। নিজের সাজপোশাকের জেরে হামেশাই ব্যঙ্গ-বিদ্রুপের মুখে পড়েন এই অভিনেতা তথা বাচিক শিল্পী। অনেক কটাক্ষ শুনেও জীবনটা নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন সুজয় প্রসাদ। তাই নিজেকে সাজান নিজের ইচ্ছেমতো।

সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের সাজগোজ নিয়ে চর্চার শেষ নেই। তাঁর নাকে নথ, গলায় মোটা হার, হাতের বালাজোড়া কিংবা মেয়েদের মতো পোশাক দেখে অনেকেই কটূক্তি করতে ছাড়েন না। এদিনও ঠিক তেমনটাই ঘটল। রবিবারসীয় দুপুরে গুয়াহাটি থেকে একটি ছবি পোস্ট করেন শিল্পী। সেখানে তাঁকে দেখা গেল শ্যাওলা সবুজ লম্বা ঝুলের কাফতান স্টাইলের পোশাকে। সঙ্গে সুজয়ের সিগনেচার সাজ। ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক এদিন একটু বেশিই চোখ টানল, সঙ্গে পায়ের লাল জুতো জোড়া। এককথায় ইউনিক এই সাজগোজ। অথচ এই সাজ দেখেই কটূক্তির বন্যা। এই নেটিজেন তাঁর ছবির কমেন্ট বক্সে লেখেন, ‘সব সময় এরকম উদ্ভট সাজেন কেন?' চুপ থাকার পাত্র নন তিনি। ট্রোলারের বিদ্রুপের জবাবে সুজয় প্রসাদ লেখেন, ‘ঐ যে আপনাদের মতো উদ্ভট উদ্ভিদদের জন‍্য’।

সুজয় প্রসাদের এই ছবিতে কটাক্ষ যেমন ধেয়ে এসেছে তেমনই প্রসংশা বাণীও কিন্তু কম নেই। পোশাক বিতর্ক নিয়ে এর আগে এক সাক্ষাৎকারে সুজয় প্রসাদ জানিয়েছিলেন, ‘আমার পোশাক সমাজ ঠিক করে দিতে পারে না। আমি ছেলে হয়ে শাড়ি পরতে স্বচ্ছন্দ কি না, সেটা বড় বিষয়। প্রথম প্রথম আমার সাজপোশাক সমাজের মাথাব্যথার কারণ হয়েছিল বটে, তবে আমি এখন আর সেই সব বিষয়কে পাত্তা দিই না। আমাকে দেখে অনেক ছেলেই এখন আমার মতো করে সাজে, সেই বিষয়টি কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আমি অনেকের পথপ্রদর্শক হতে পেরেছি তাতেই আমি খুশি’। 

পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যে সকল পুরুষ তাঁদের উদ্দেশে ‘বেলাশুরু’ অভিনেতার বার্তা, 'সমাজের বিরুদ্ধাচারণ করলে চলবে না, সমাজের সঙ্গে দর কষাকষিতে নামতে হবে। মুখোমুখি দাড়িয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে, এক দিন জয় আসবেই।

বন্ধ করুন