সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তাঁর ডাকনাম 'ঠোঁটকাটা'। উচিত কথা বলতে বা ট্রোলিংয়ের বিরুদ্ধে জবাব দিতে তাঁর জুড়ি নেই। তবে এবার কোনও কিছুর প্রতিক্রিয়ায় নয়, এক্কেবারে মনের ইচ্ছে পূরণ করতেই অঙ্গে জড়িয়ে নিলেন শাড়ি। সাদা লিনেনের প্যাঁচা প্রিন্টের শাড়ির সঙ্গে যোগ্য দোসর কালো কাঁথাস্টিচের হাফ কুর্তা। এই মুহূর্তে বন্ধু ও পরিজনদের সঙ্গে তিনি গোয়ায় ছুটি কাটাচ্ছেন।
সেখান থেকেই মঙ্গলবার নিজের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নিত্যনতুন পোষাক ও গয়নায় নিজেকে আবিষ্কার করা শিল্পীর নেশা। তবুও নিজেকে শাড়িতে কেমন লাগবে তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে ছিলেন। এদিনের পোস্টে সেকথাও জানান তিনি। কিন্তু, সব দ্বিধা পেরিয়ে যে জয়ের অনুভূতি রয়েছে তার হাতছানিতেই সমুদ্র সৈকতে নতুন রূপকে স্বাগত জানালেন সুজয়প্রসাদ। দিন কয়েক আগে নিজের বেড়াতে যাওয়ার পোস্টে তিনি লিখেছিলেন তিনি একা বেড়াতে যেতে চান আবিষ্কার করতে নয়, আবিষ্কৃত হতে। অন্তর্দ্বন্দ্বের উর্ধ্বে উঠে তিনি যেন সত্যিই নিজেকে আবিষ্কার করলেন যা সমাজের জন্য 'স্টেটমেন্ট'ও বটে।