আবারও জ্যাকলিন ফার্নান্দেজকে চিঠি লিখলেন কোনমান সুকেশ চন্দ্রশেখর। বর্তমানে তিনি ২০০ কোটি টাকা তছরুপের কেসে জেল বন্দি হয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি আবারও তাঁর বেবি গার্লকে চিঠি লিখলেন। প্রসঙ্গত শোনা যায় যে তাঁদের মধ্যে নাকি সম্পর্ক ছিল। এবার এই নতুন চিঠিতে সুকেশ চন্দ্রশেখর জানিয়েছেন যে তিনি জ্যাকলিনের জন্মদিন নিয়ে দারুণ উত্তেজিত। এমনকি এই বিশেষ দিন নিয়ে তিনি প্ল্যান করে ফেলেছেন।
আরও পড়ুন: টাকা তছরুপের কেসে হাজিরা দিলেন না জ্যাকলিন! কিন্তু কেন?
জ্যাকলিনের জন্মদিন নিয়ে প্ল্যান করলেন সুকেশ চন্দ্রশেখর?
আগামী ১১ অগস্ট জ্যাকলিন ফার্নান্দেজের জন্মদিন। আর সেই দিন সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীর ভক্তদের ১০০টা আইফোন ১৫ প্রো দিতে চান বলে জানিয়েছেন।
সুকেশ তাঁর চিঠিতে লিখেছেন, 'আমার বম্মা জ্যাকলিন, বেবি গার্ল ভীষণ উত্তেজিত তোমার জন্মদিনে কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। আর ৩০ দিন বাকি। আর তর সইছে না। গীতা বছরের মধ্যে এটা আমার সব থেকে পছন্দের দিন। তোমার হাসিটা দেখতে আমার খুব ভালো লাগে। ওই হাসিতেই আমার মন গলে যায়।' এরপর তিনি একই সঙ্গে লেখেন, 'তাই আমার বম্মা আমি তোমায় জানাতে চাই যেভাবে তুমি কথা বলো, তোমার হাসি, জড়িয়ে ধরা, আদর করা, আমার জন্য তোমার ভালোবাসা, রাগ যেটা নিমেষে উড়ে যায়, প্রতিটা ছোট জিনিস আমার কাছে হ্যাঙ্গভারের মতো যেটা আমার কাছে সারা জীবন থাকবে। এটা একটা দারুণ অনুভূতি। এখন কেবল সময়ের অপেক্ষা যখন আমি এই ভিত্তিহীন চার্জ থেকে মুক্তি পেয়ে আবার তোমার সঙ্গে একসঙ্গে ভালোবেসে থাকব।'
সুকেশ তাঁর এই নতুন চিঠিতে জানিয়েছেন, 'আজ থেকে ৩০ দিন পর ১০০ জন বিজেতাকে আইফোন ১৫ প্রো উপহার দেওয়া হবে। তাঁদের নাম ঘোষণা করা হবে।'
আরও পড়ুন: 'এখন পান না বলে...' অ্যাওয়ার্ড শো নিয়ে কঙ্গনার মন্তব্য শুনেই জ্বলে উঠলেন ইমরান
প্রসঙ্গত গতকাল ইডির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল জ্যাকলিন ফার্নান্দেজের। তবে তিনি সেটা করলেন না। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল যে টাকা তছরুপের কেসে কোনমান সুকেশ চন্দ্রশেখরের নাম জড়িত সেই কেসের জন্য নতুন করে জিজ্ঞাসাবাদ করবেন বলে। পিটিআইয়ের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এই কেসের বিষয়ে নতুন কিছু তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। তাই সেই বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁরা ডেকে পাঠিয়েছিলেন। তবে সেই ডাকে সাড়া দিয়ে মোটেই হাজির হননি অভিনেত্রী। উল্টে তাঁর আইনজীবীরা ইডিকে জানিয়েছে যে তিনি এখন কোথাও যেতে পারবেন না তাঁর অসুস্থতার কারণে।