বাংলা নিউজ > বায়োস্কোপ > Sumbul Touqeer: প্রথমবার পিরিয়ড শুরু হলে রক্ত দেখে বাবাকেই গিয়ে বলেছিলাম, অস্বস্তি হয়নি: সুম্বুল তৌকির

Sumbul Touqeer: প্রথমবার পিরিয়ড শুরু হলে রক্ত দেখে বাবাকেই গিয়ে বলেছিলাম, অস্বস্তি হয়নি: সুম্বুল তৌকির

বাবা ও বোনের সঙ্গে অভিনেত্রী সুম্বুল তৌকির

সুম্বুল বলেন, ‘রজঃস্বলা হওয়ার পরও রক্ত দেখে বাবাকে গিয়েই প্রথমবার বলেছিলাম। বাবা সব বুঝিয়ে দেন। দ্বিতীয় কারোর প্রয়োজন পড়েনি। এটা নিয়ে তিনি কিংবা তাঁর বাবা কেউই কখনও অস্বস্তি বোধ করেননি। আমি জানিনা বাড়িতে মহিলা থাকলে কী আলাদা হত। আমি কখনও তা বুঝিনি!’ 

অভিনেতা সুম্বুল তৌকির খান, বিগ বসের দৌলতে এই নাম এখন অনেকের কাছেই পরিচিত। সুম্বুলের বেড়ে ওঠা তাঁর বাবার কাছেই। মাত্র ৫ বছর বয়য়েই মাকে হারিয়েছিলেন সুম্বুল। মায়ের অবর্তমানে বাবার কাছে বড় হয়ে ওঠা, বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নানান কথা বলেছেন সুম্বুল। তিনি জানিয়েছেন, তাঁর বাবা একা হাতেই তাঁকে এবং তাঁর বোন সানিয়াকে বড় করে তুলেছেন। মায়ের অভাব কখনও টের পেতেই দেননি। 

আরও পড়ুন-আজান শুনে হঠাৎ বন্ধ করলেন কনসার্টের গান, ট্রোলারদের জবাবে আলি বললেন, ‘আমি শুধু আল্লাকে ভয় করি'…

সুম্বুল জানয়েছেন, মা চলে যাওয়ার পর তাঁর বাবা বাড়ির কাজও করেছেন আবার তাঁদের দেখাশোনাও। পাশাপাশি নিজের নাচের স্কুলও চালিয়েছেন। সকালে তাঁদের ঘুম থেকে তোলা থেকে তাঁদের টিফিন বানিয়ে দেওয়া সবকিছুই। আবার মেয়েদের স্কুলে পৌঁছে দিতেও ভোলেননি। দুপুর ও রাতের খাবার দুই মেয়ের সঙ্গেই খেতেন সুম্বুলের বাবা। কিন্তু দুই মেয়ে বয়ঃসন্ধিকালে পৌঁছানোর পরও কী একা বাবার পক্ষে সবকিছু সামলানো সহজ ছিল? এবিষয়ে সুম্বুল বলেন, প্রথম রজঃস্বলা হওয়ার পরও বাবাই তাঁকে সমস্ত নিয়মনীতি বুঝিয়ে দেন এবং সেটা বিজ্ঞানসম্মতভাবেই। সুম্বুল বলেন, ‘রজঃস্বলা হওয়ার পরও রক্ত দেখে বাবাকে গিয়েই প্রথমবার বলেছিলাম। বাবা সব বুঝিয়ে দেন। দ্বিতীয় কারোর প্রয়োজন পড়েনি। এটা নিয়ে তিনি কিংবা তাঁর বাবা কেউই কখনও অস্বস্তি বোধ করেননি। আমি জানিনা বাড়িতে মহিলা থাকলে কী আলাদা হত। আমি কখনও তা বুঝিনি!’ সুম্বুল তৌকিরের কথায়, অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার উৎসাহও তাঁকে তাঁর বাবা-ই দিয়েছেন।

সম্প্রতি, অভিনেতা ইউটিউবে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন অনুরাগীদের জন্য। যেখানে সুম্বুল তাঁর সদ্য সমাপ্ত বাড়িতে ঘুরিয়ে দেখিয়েছেন অনুরাগীদের। মধ্যপ্রদেশের কাটনিতে তাঁদের পারিবারিক বাড়ির নামানুসারেই তাঁর মুম্বই ফ্ল্যাটের নাম রেখেন খান মঞ্জিল। মুম্বইতে একই নামে একটি বাড়ি থাকা তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন সুম্বুল তৌকির।

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.