বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘তিন গুণ মজা’! প্রোমোতে কপিলের শোতে নতুনভাবে ফেরার ইঙ্গিত সুমনার, খুশি দর্শকরা

‘তিন গুণ মজা’! প্রোমোতে কপিলের শোতে নতুনভাবে ফেরার ইঙ্গিত সুমনার, খুশি দর্শকরা

তবে কি কপিলের শো-তে দেখা মিলবে সুমনার?

সুমনার অনুরাগীরা বড়ই চিন্তায় ছিলেন!

‘দ্য কপিল শর্মা শো’-র নতুন সিজনে সুমনা চক্রবর্তীকে দেখতে না পেরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। এমনিতেই তাঁর কিছুদিন আগে সুমনা জানিয়েছিলেন তিনি এনডোমেট্রিওসিসে আক্রান্ত। স্বভাবতই এরকম একটা সময়ে তাঁকে শো থেকে বাদ দিয়ে দিলেন কপিল, এই নিয়েও বিতর্ক হয়েছিল। তবে, ভুল ভাঙালেন সুমনা। এল নতুন প্রোমো। আর যাতে সুমনা জানালেন আর তিন দিন পরেই আসছে কপিল অ্যান্ড টিম। 

কমেডি শো-র ভ্যানিটি ভ্যান থেকেই সেই ভিডিয়ো শ্যুট করেছেন সুমনা। বলছেন, ‘আর মাত্র ৩ দিন পরেই। এবার হবে ৩ গুণ বেশি মজা। দ্য কপিল শর্মা শো-তে।’ গত বেশ কিছু দিন ধরে নতুন সিজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আপডেট দিচ্ছেন কপিল আর তার টিমের বাদবাকিরা। চ্যানেলের পক্ষ থেকেও যে প্রোমো শেয়ার করা হয়েছিল তাতে ছিলেন না সুমনা। যদিও অর্চনা পূরণ সিং সকলের ভুল ভাঙিয়ে জানিয়েছিলেন, ‘যদি আপনি মনে করেন এই সিজনে সুমনাকে দেখতে পারবেন না, তবে জানিয়ে রাখি আপনার জন্য সারপ্রাইজ রয়েছে। সুমনা আছেই। তবে এবারে একদম অন্য অবতারে। তবে আমাদের মিষ্টি সুমনাকে আপনারা অবশ্যই দেখতে পারবেন।’

এর আগে সুমনা জানিয়েছিলেন ২০১১ সাল থেকেই তিনি এনডিওমেট্রোসিসে আক্রান্ত। যার অন্যতম চিকিৎসা ভালো খাওয়া, স্ট্রেস ফ্রি জীবন আর এক্সারসাইজ। সে সময় সুমনা শরীরচর্চার পর নিজের একটা ফোটো শেয়ার করে লিখেছিলেন, ‘আজ এক্সারসাইজ করার পর ভালো লাগছে। ভাবলাম আমার ব্যক্তিগত অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করি। কারণ আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা চকচক করে সব সময় সেটা সোনা হয় না।’ 

প্রথম এপিসোডে কপিলের শো-র অতিথি হিসেবে হাজির থাকবেন অক্ষয় কুমার ও তাঁর ‘বেলবাটম’-র টিম। ছবি ১৯ অগস্ট মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আর রিভিউ বেশ ভালো। করোনার দ্বিতীয় ঢেউ ও লকডাউন ওঠার পর এই প্রথম কোনও ছবি মুক্তি পেল বড় পরদায়। অক্ষয়ের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর আশা রাখছে বলিউড।

বন্ধ করুন