তাঁকে প্রতি দিন ‘সাথী’ সিরিয়ালে দেখেন দর্শক। বৃষ্টি চরিত্রেই দর্শকের কাছে পরিচিত অভিনেত্রী অনুমিতা দত্ত। এক মাস হল ফিরেছেন হাসপাতাল থেকে। শুটিংয়ের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কঠিন অসুখের পরও কীভাবে ১৪ ঘণ্টা শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী? কী হয়েছিল তাঁর?
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অনুমিতা দত্ত। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পাণ্ডব গোয়েন্দা’র সুবাদে তাঁর পরিচিতি। আপতত ‘সাথী’ সিরিয়ালের লিডিং লেডি তিনি। ইন্দ্রজিৎ বসুর নায়িকা হিসাবে এই ধারাবাহিকে দর্শক দেখছে তাঁকে। তাঁর চরিত্রের নাম ‘বৃষ্টি’। প্রতিদিনই টিভির পর্দায় দর্শক দেখছে বৃষ্টিকে। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ তিনি। তবে গুরুতর অসুস্থ ছিলেন অনুমিতা। কাউকে টের পেতে দেননি। এক মাস হল ফিরেছেন হাসপাতাল থেকে। কঠিন অসুখ সামলেই ১৪ ঘন্টা টানা শ্যুটিং করছেন। কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন অনুমিতা?
এক সংবাদমাধ্যমকে অনুমিতা জানান, তিন মাস ধরেই লাগাতার জ্বর ছিল তাঁর। সেইসময় খুব বেশি কিছু বুঝতে পারেননি। একদিন হঠাৎ শ্য়ুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপের সমস্যা, পাশাপাশি হৃদস্পন্দন আচমকা বেড়ে গিয়েছিল। ‘পাণ্ডব গোয়েন্দা’র বাচ্চু জানিয়েছেন, ‘চিকিৎসক বললেন মাইল্ড স্ট্রোক হয়েছে। সঙ্গে নিউমোনিয়া ধরা পড়ে, সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল’।
ডাক্তারের তরফে পুরোপুরি বেড রেস্টের নির্দেশ এসেছিল। কমপক্ষে এক মাস বাড়িতে আমার করবার পরামর্শ, কিন্তু বাড়িতে থাকতে না-রাজ অনুমিতা। প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে সকালে শ্যুটিংয়ে যেতেন কয়েকঘন্টার জন্য। হিরোইনকে ছাড়া একমাস ডেলি সোপ চালানোও সহজ কথা নয়। এখানেই শেষ নয়, এর আগে স্তনে টিউমার ধরা পড়েছিল অনুমিতার। অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন চিকিৎসক। তবে ওষুধ খেয়ে এখন অনেকটা ভালো আছেন অনুমিতা। নিউমোনিয়ার ধাক্কা সামলে এখন পুরোদমে কাজে ফিরেছেন। তবে চিকিৎসকের পরামর্শ মতো কড়া নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে তাঁকে। শারীরিকভাবে অসুস্থ হলেও মনের জোরে সব লড়াই লড়তে প্রস্তুত অনুমিতা।
ইন্ডাস্ট্রিতে এমনও কানাঘুষো শোনা যাচ্ছে, অনুমিতা নাকি তাঁর চর্চিত প্রেম সম্পর্কেও ইতি টেনেছেন। পরিচালক আদিত্য বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে অনুমিতার মাখামাখো প্রেমের কথা কারুর অজানা ছিল না, তবে ইতিমধ্যেই একসঙ্গে নিজেদের সব ছবি মুছে ফেলেছেন তাঁরা।
আরও পড়ুন-‘ঘরভাঙানি’ কটাক্ষে জেরবার,বান্ধবীর বরকে হাতিয়ে নিয়েছেন হনসিকা? জবাব নায়িকার
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)