বাংলা নিউজ > বায়োস্কোপ > Biyer Phool: ‘ব্রহ্মচারী’ রাজা-শৌভিক মেয়ে দেখলেই পালায়! নবনীতা-একতা পারবে 'বিয়ের ফুল ফোটাতে?

Biyer Phool: ‘ব্রহ্মচারী’ রাজা-শৌভিক মেয়ে দেখলেই পালায়! নবনীতা-একতা পারবে 'বিয়ের ফুল ফোটাতে?

আসছে বিয়ের ফুল 

Biyer Phool: বাড়িতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ! নবনীতা-একতা পারবে চিরকুমারের দুই নাতি রাজা-সৌভিকের মনে 'বিয়ের ফুল ফোটাতে?

টেলিভিশনের পর্দায় ফিরছে রাজা-নবনীতা জুটি, সে কথা তো গত মাসেই জানিয়েছিলাম আপনাদের। অবশেষে প্রকাশ্যে রাজা-নবনীতার ‘বিয়ের ফুল’-এর প্রথম ঝলক। এই ধারাবাহিকের সঙ্গেই দীর্ঘসময় পর পর্দায় ফিরছেন নবনীতা। সান বাংলার এই আসন্ন মেগার প্রথম ঝলকই মন কাড়ল দর্শকদের। রাজা-নবনীতার পাশাপাশি এই সিরিয়ালে আরেক জুটি রয়েছে সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং একতা গঙ্গোপাধ্য়ায়ের। ‘লক্ষ্মী কাকিমা’র ছোটছেলে জি থেকে এবার সোজা সান বাংলায়। এই মেগায় বক্সারের ভূমিকায় দেখা যাবে সৌভিককে। একতাও বক্সিং চ্যাম্পিয়ান। প্রসঙ্গত, এর আগে ‘গৌরীদান’ ধারাবাহিকে দেখা গিয়েছিল একতাকে। 

সিরিয়ালের প্রোমোয় উঠে এল— পরিবারের কর্তা চিরকুমার (দুলাল লাহিড়ী) ব্রহ্মচারী। তিনিই কোলে পিঠে করে মানুষ করেছেন পাঁচ নাতিকে। তাঁদের জীবনেও কোনও নারী নেই, কারণ ঠাকুরদার স্পষ্ট বার্তা, ‘এই পরিবারে বিবাহ একটি অভিশাপ, এখানে নারীর বাস তাহলেই সাড়ে সর্বনাশ…’। পাঁচ নাতির ভূমিকায় রয়েছেন রাজা, সৌভিক, মনোজ ওঝা, সৌমেন বন্দ্যোপাধ্য়ায় এবং সৌগত বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিরকুমার সভা’র আধুনিক সংস্করণ এই ধারাবাহিক। কেউ আবার প্রিয়দর্শনের ‘হলচল’ ছবির ছায়া দেখছেন ‘বিয়ের ফুল’-এ।

মেয়ে দেখলেই পালাই পালাই করে সুন্দরনগরের ‘চিরকুমার’ পরিবারের ছেলেরা। আর্যকুমার আর স্বর্ণকুমারও সেই ভাবনা নিয়েই বড় হয়েছে। কিন্তু তাঁদের ‘ব্রহ্মচর্য’-এর পণ ভঙ্গ করতে তৈরি ইচ্ছে (একতা) আর কলি (নবনীতা)। বক্সার আর্যকুমারকে ভারী পছন্দ ইচ্ছের, কিন্তু সামান্য ইশারা দিতেই পিছু হাঁটে সে আর কলির প্রেমবাণ থেকে বাঁচতে নিমেষেই পাগাড়পার স্বর্ণকুমার। কিন্তু হাল ছাড়তে রাজি নয় দুই কন্যে। কীভাবে ব্রহ্মচারী নাতিদের মত বদল করবে তাঁরা? কেমনভাবে ফুটবে বিয়ের ফুল? তা নিয়েই এগোবে গল্প।

এর আগে ‘ছদ্মবেশী’ ধারাবাহিকে দেখা মিলেছিল রাজা-নবনীতা জুটির। ফের একসঙ্গে তাঁরা। শিবাংশু ভট্টাচার্য্যের (Sibangshu Bhattacharya) পরিচালনায় আগামী জুন মাস থেকেই শুরু হবে এই ধারাবাহিক। ধারাবহিকের প্রোমো দেখে একজন আফসোসের সুরে লেখেন, ‘দুর্দান্ত লাগলো প্রোমো, কেন যে এইসব মেগা জি বা স্টারে আসে না’। অপর একজন লেখেন, ‘দারুণ লাগলো, অপেক্ষায় থাকলাম’। 

আরও পড়ুন-বিয়ের পর প্রথম! বরের সঙ্গে এই মিষ্টি কাজটা সেরে ফেললেন সুদীপ্তা,না দেখলে বড় মিস

এই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে থাকছেন রিমঝিম মিত্র। তাঁর চরিত্রে নাম দর্শনা। সারাক্ষণ চিরকুমারের পরিবারের ক্ষতিসাধনে উদ্ধত সে। এছাড়াও সুদীপা বসু, কৌশিক চক্রবর্তীদের দেখা মিলবে ‘বিয়ের ফুল’-এ। 

 

 

বন্ধ করুন