বাংলা নিউজ > বায়োস্কোপ > Suneil Shetty on SRK-Ranbir: ওরা অত প্রকাশ্যে আসে না- শাহরুখ-রণবীরের ক্যারিশমা বজায় থাকার রহস্য ফাঁস সুনীলের

Suneil Shetty on SRK-Ranbir: ওরা অত প্রকাশ্যে আসে না- শাহরুখ-রণবীরের ক্যারিশমা বজায় থাকার রহস্য ফাঁস সুনীলের

শাহরুখ-রণবীরের ক্রেজ নিয়ে সরব সুনীল

Suneil Shetty on SRK-Ranbir: আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে সুনীল শেট্টির আগামী কাজ, হান্টার। তার আগে অভিনেতা জানালেন কেন পাঠান বা তু ঝুঠি ম্যায় মক্কার বক্স অফিসে সাফল্য পেল।

ভারতীয় ছবির অন্যতম স্বনামধন্য অভিনেতা হলেন সুনীল শেট্টি। বলিউডে দেখতে দেখতে তাঁর ৩০ বছর কেটে গিয়েছে। আর এতগুলো বছরে তিনি একগুচ্ছ জনপ্রিয়, হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। সম্প্রতি তাঁকে বিভিন্ন ধরনের কনটেন্টের উপর কাজ করতে দেখা যাচ্ছে। দেশের মধ্যেই বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি বিভিন্ন ভাষায় আজকাল কাজ করছেন। কখনও তাঁকে বড়পর্দায় দেখা যাচ্ছে তো কখনও ওয়েব মাধ্যমে। সিনেমা থেকে সিরিজ সবেতেই দাপিয়ে কাজ করছেন সুনীল। আগামীর তাঁকে হান্টার সিরিজে দেখা যেতে চলেছে। তাঁকে এখানে এসিপির ভূমিকায় দেখা যাবে। মার্ডার কেস সলভ করবেন তিনি অ্যামাজন মিনি টিভির এই সিরিজে। তার আগে পিঙ্কভিলাকে বলিউড নিয়ে নিজের নানা মতামত জানালেন অভিনেতা।

যেহেতু অভিনেতা সুনীল শেট্টির এই ফিল্ম জগতে ৩০ বছর হয়ে গিয়েছে সেহেতু তাঁর থেকে জানতে চাওয়া হয় এই সময়ে দর্শকদের ছবির প্রতি ভালোবাসা কীভাবে আর কতটা বদলেছে? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'প্রকৃত ভালোবাসা সেটাই যখন দর্শকরা হলে যান। প্রকৃত ভালোবাসা হল পাঠান, প্রকৃত ভালোবাসা হল রণবীরের এখন যে ছবিটা চলছে ( তু ঝুঠি ম্যায় মক্কার)। এই ছবিগুলো এত ভালোবাসা পাচ্ছে মানে এর অর্থ হল দর্শকরা ওদের দেখতে চাইছে। শাহরুখ বা রণবীরকে পাবলিক প্লেসে খুব কমই দেখা যায়। ফলে ওদের যে চার্মটা আছে সেটা এখনও বজায় আছে। বাকিটা সেলফ পিআরের কারণেই হচ্ছে।'

সুনীল শেট্টি একই সঙ্গে এই সাক্ষাৎকারে জানান তিনি নাকি পিআর অ্যাক্টিভিটি পছন্দ করেন না। তিনি কোনও পিআর কোম্পানি বা এই সংক্রান্ত কাজের সঙ্গেও যুক্ত নন। কিন্তু কেন? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'টাকা দিয়ে যা করা হয় সেটার দর্শক আমার নয়।'

আগামী ২২ মার্চ মুক্তি পাচ্ছে হান্টার। এটি অ্যামাজন মিনি টিভিতে মুক্তি পাচ্ছে। কোনও রকম সাবস্ক্রিপশন ছাড়াই এই সিরিজ দেখা যাবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন
Live Score