১১ অগস্ট ২০২৪ সালে ৬৩ বছরে পা দিলেন সুনীল শেট্টি। ১৯৯২ সালে বালওয়ান ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। ৯০ এর দশকে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁর ছবি এবং অভিনয়ের কারণে। কিন্তু একই সঙ্গে শোনা যায় সেই সময় নাকি তাঁর সঙ্গে অক্ষয় কুমারের একটা শত্রুতা, চাপা প্রতিযোগিতা ছিল। এবার সেই প্রসঙ্গে কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: 'এদের ধরে পেটানো উচিত!' আচমকা শাহরুখ-অজয়-অক্ষয়দের উপর ক্ষেপে মারার কথা কেন 'শক্তিমান' মুকেশ?
আরও পড়ুন: প্রাণভয়ে দেবতাকে ফেলে ঢাকার মন্দির ছাড়তে নারাজ পুরোহিত! বললেন, 'এর থেকেও খারাপ দেখেছি...'
অক্ষয়ের সঙ্গে শত্রুতার প্রসঙ্গে কী বললেন সুনীল?
একটা সময় সুনীল এবং অক্ষয় কুমার দুজনেই বলিউড দাপিয়ে বেড়িয়েছিলেন। তাঁদের দুজনের ছবিই ভক্তদের থেকে দারুণ সাড়া পেত। ঐশ্বর্য রাই এবং সুস্মিতা সেনের সঙ্গে তাঁদের ম্যাগাজিনের কভার ফটোতেও দেখা যেত। কিন্তু একই সঙ্গে শোনা যেত তাঁদের মধ্যে নাকি একটা চাপা প্রতিযোগিতা এবং শত্রুতা আছে। সেই প্রসঙ্গে একবার হিন্দুস্তান টাইমসকে সুনীল জানিয়েছিলেন এমন কোনও ব্যাপার নেই।
অক্ষয়ের কথা অনুযায়ী, 'আমাদের মধ্যে যে শত্রুতার কথা শোনা যায় সেটা মিডিয়ার বানানো। আমি ঠিক করি না যে আমি কার সঙ্গে পোজ দেব ম্যাগাজিনের জন্য। আক্কি আর আমার মধ্যে কোনও সমস্যা নেই। হয়তো ওই ম্যাগাজিন দুটোর মধ্যে কোনও সমস্যা চলছিল। তাই একটা ম্যাগাজিন আক্কি আর সুস্মিতাকে ব্যবহার করত, আরেকটা আমায় আর ঐশ্বর্যকে। আর পোজ দেওয়া তো আমাদের পেশার মধ্যেই পরে। আমরা সেভাবেই কাজ করতাম।'
তিনি আরও জানান, 'ভক্তরা অত বোকা নয় যে ওদের যা বোঝানো হবে তাই বুঝবে। ওঁরা ভালো মতোই জানে যে এটা আমাদের নয় ম্যাগাজিন দুটোর মধ্যে শত্রুতা। সবাই সব বিশ্বাস করে না।'
প্রসঙ্গত সুনীল শেট্টি এবং অক্ষয় কুমারকে একসঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে। তাঁদের প্রথম ১৯৯৩ সালে ওয়াক্ট হামারা হ্যায় ছবিতে দেখা গিয়েছিল। তারপর মোহরা ছবিতে তাঁরা কাজ করেন পরের বছর। এরপর ধড়কন, আওয়ারা পাগল দিওয়ানা, দিওয়ানা হুয়ে পাগল, হেরা ফেরি, ফির হেরা ফেরি ছবিতেও তাঁরা যৌথ ভাবে কাজ করেছেন। আগামীতে তাঁদের ওয়েলকাম টু জঙ্গল এবং হেরা ফেরি ৩ এ দেখা যাবে।