সুনিধি চৌহান সম্প্রতি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা কেমন সেটাই ভাগ করে নিলেন। জানালেন বর্ডারের এপার এবং ওপারে গানের ফারাক কতটা। এই জনপ্রিয় ভারতীয় গায়িকা সম্প্রতি রাজ সমণির পডকাস্ট শোতে এসেছিলেন। সেখানেই তিনি এই প্রসঙ্গে কথা বলেছিলেন।
পাকিস্তানি শিল্পীদের প্রসঙ্গে কী জানিয়েছেন সুনিধি চৌহান?
এই সাক্ষাৎকারে সুনিধি চৌহান পাকিস্তানি শিল্পীদের প্রতি তাঁর মুগ্ধতার কথা ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন পাকিস্তানি গান বর্তমানে ধীরে ধীরে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। একই সঙ্গে বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক যোগ আছে, এডি সেটা যথেষ্ট নিবিড়।
আরও পড়ুন: ৫৫ বছর পর নতুন রূপে ফিরছে শরৎচন্দ্রের পরিণীতা, ট্রেলারে প্রত্যাশা বাড়ালেন দেবচন্দ্রিমা - গৌরব
সুনিধি এই প্রসঙ্গে তাঁর কথায় জানান, 'আমি অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছি। এবং দেখেছি আমাদের মধ্যে অনেক মিল আছে। আমাদের ভাষা এক, আমাদের দেখতে এক রকম, এমনকি আমাদের খাবার ধরন, সংস্কৃতিতেও যথেষ্ট মিল আছে। আমার যখন আমেরিকা, কানাডা বা অন্য কোথাও আমার পাকিস্তানি বন্ধুদের সঙ্গে দেখা হয় তখন মনে হয় আমাদের মধ্যে কত মিল! পাকিস্তানিরা ভীষণ ভালোবেসে গান বানান। ওদের ইন্ডাস্ট্রি খুবই রঙিন। আর্টিস্টরা জনপ্রিয় সে ওদের নিজেদের দেশে হোক বা আমাদের।'
এদিন সুবিধি চৌহান একই সঙ্গে কোক স্টুডিও পাকিস্তানের প্রশংসা করেন। বিশেষ করে হাসান রহিম এবং শাহিজা মনসুরের গাওয়া তুরি জান্ডি গানটির। গায়িকার কথায় পাকিস্তানি ইন্ডাস্ট্রি খুব একটা বড় না হলেও পাকিস্তানের গানের জগৎ খুবই সুন্দর। ওঁর কথায়, 'ওঁরা গানটা ভালোবেসে করেন। আমি বর্তমানে কোক স্টুডিওর তুরি জান্ডি গানটি শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। দারুণ গেয়েছে।'
প্রসঙ্গত সুনিধি চৌহান বারংবার তাঁর গান দিয়ে দর্শক, শ্রোতাদের মন জিতেছেন। উপহার দিয়েছেন একাধিক হিট গান।