টলিভিশন খুললেই এখন নানা চ্যানেলে একাধিক রিয়েলিটি শো নজরে পরে। অনেকেই সেগুলির রোজকার দর্শক। আবার অনেকের মতে, নামে রিয়েলিটি শো হলেও আসলে নাকি এগুলি চিত্রনাট্য নির্ভরশীল। কিন্তু এই সব শোয়ের সঙ্গে যারা যুক্ত থাকেন তাঁদের এই বিষয়ে সচরাচর মুখ খুলতে দেখা যায় না। তবে এবার ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান রিয়েলিটি শোয়ের প্রকৃত সত্য সম্পর্কে মুখ খুললেন। তাঁকে সম্প্রতি একটি গানের রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা গিয়েছিল। কী রকম ছিল তাঁর অভিজ্ঞতা, সেই নিয়েও নানা কথা ভাগ করে নেন সুনিধি। তাঁর মতে, এই শোগুলি তাঁকে অবাক করে।
রাজ সামানির পডকাস্টে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, সুনিধি বলেন, 'এই শোগুলির কিছুই আসল নয়, সবই নকল।' 'ইন্ডিয়ান আইডল'-এর কথা উল্লেখ্য করে তিনি জানান, শুরুর দিকে যে সমস্ত রিয়েলিটি শোতে তিনি অংশগ্রহণ করেছেন সেসব শো মিলিয়ে প্রথম দুই বছর তিনি খুব উপভোগ করেছিলেন।
আরও পড়ুন: পাহাড়ে রহস্য সমাধানে 'ইন্সপেক্টর নলিনীকান্ত'! ‘বেশ কঠিনও ছিল…’, সিরিজ নিয়ে অকপট রজতাভ
সুনিধির মতে তখনকার রিয়েলিটি শোগুলি খাঁটি ছিল। তিনি বলেন 'তখন রিয়েলিটি শোগুলিতে কোনও নাটক করতে হত না, অনেক মজা করে সবাই কাজ করত। দর্শকরা টিলেভিশনে যে ভাবে গান শুনতেন বা গান যেভাবে সম্প্রচারিত হত, আমরাও সেই ভাবেই শুনতাম। এর মধ্যে কোনও তফাৎ ছিল না।' তবে তাঁর মতে এখন রিয়েলিটি শোতে সমস্ত কিছুকে ম্যানিপুলেট করা হয়। নির্মাতারা প্রতিটি গায়ক-গায়িকাকে খুব ইতিবাচক ভাবে উপস্থাপন করেন, তাঁদের জীবনের নানা ইমোশানাল দিকগুলি তুলে ধরেন। যা দর্শকদের বিভ্রান্ত করে। আর তারপর যে ভালো অভিনয় করে তাঁকে পরের পর্ব থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াই, মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় কঠিন পদক্ষেপ নিলেন হিনা খান
সুনিধির কাছে এই বিষয়গুলি খুবই বিরক্তকর। তাই বর্তমানে তিনি এই ধরনের শোতে অংশগ্রহণ করা বন্ধ করে দিয়েছেন। তিনি আরও জানান, যে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হল যখন নির্মাতারা তাঁকে নির্দিষ্ট প্রতিযোগীদের হয়ে প্রচার করার নির্দেশ দেন, তখন তাঁকেও অভিনয় করতে হয়। তিনি বলেন, 'এটি আসলে শো শেষ হওয়ার পরেও একজন প্রতিযোগীর খ্যাতি এবং প্রতিভা থেকে উপকৃত হওয়ার ব্যবসায়িক কৌশল।'
এই কথোপকথন চলাকালীন, সুনিধি অরিজিৎ সিং এবং সঙ্গীতের প্রতি গায়কের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি জানান যে কনসার্টের সময়, অরিজিৎ নিজের স্বাচ্ছন্দ্যে মতো নিজেকে উপস্থাপন করেন, দেখে মনে হয় যেন তিনি তাঁর নিজের বাড়িতেই আছেন। দর্শকদের দ্বারা প্রভাবিত হন না। সুনিধি অরিজিতের নম্রতারও প্রশংসা করেন, এত গুণী শিল্পী হওয়ার পরও এত গ্রাউন্ডেড থাকেন অরিজিৎ সেই প্রসঙ্গ টেনে তিনি গায়কের যথেষ্ট প্রশংসা করেন। গায়িকা বলনে 'অরিজিৎ নিজেকে অরিজিৎ সিং বলে মনে করেন না। তাঁর নিজের সম্পর্কে উচ্চ চিন্তা ভাবনা নেই অরিজিৎ। তিনি শুধু গানটাই ভালো ভাবে করতে চান।'