আইআইটি রুরকিতে সম্প্রতি পারফর্ম করতে গিয়েছিলেন সুনিধি চৌহান। সেখান থেকেই তাঁর পারফরমেন্সের একাধিক ভিডিয়ো এদিন ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন? গায়িকা এদিন বেন ১০ টাইটেল ট্র্যাক গান।
আরও পড়ুন: পুলিশ - ডাকাতের ইঁদুর - বিড়ালের দৌড়ে আবিরকে ছাপিয়ে গেলেন 'বহুরূপী' শিবপ্রসাদ! কেমন হল ছবি
আরও পড়ুন: সৃজিতের পরিচালনায় নিজেই নিজেকে 'টেক্কা' দিলেন দেব! চমকে ভরা হস্টেজ ড্রামা কেমন হল
কী ঘটেছে?
বেন ১০ অর্থাৎ সেই জনপ্রিয় আমেরিকান অ্যানিমেটেড সিরিজের হিন্দি টাইটেল ট্র্যাক গেয়েছিলেন তিনি। এবার আরও একবার সেই গান তাঁকে আইআইটি রুরকিতে পারফর্ম করতে গিয়ে গাইলেন সুনিধি চৌহান। আর তাঁর সেই পারফরমেন্সের একাধিক ছবি ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'উনিই কি আসল গানটি গেয়েছেন? একদম একই রকম লাগছে গলাটা।' তাতে আরেকজন জানান, 'হ্যাঁ উনিই গেয়েছেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'সুনিধি চৌহান বেন ১০ গানটি প্রথমবারের জন্য কোনও শোতে গাইলেন তাও আমাদের বিশ্ববিদ্যালয়ের। আমার ভিতরের শিশুটা আজ দারুণ খুশি।' তৃতীয় ব্যক্তি ব্যক্তি লেখেন, 'আইআইটি রুরকিতে সুনিধি চৌহানের বেন ১০ গাওয়ার ভিডিয়ো, আলাদাই নস্টালজিয়ায় ভাসছি।'
প্রসঙ্গত ২০০৫ সালে প্রথমবারের জন্য টিভিতে দেখানো হয় বেন ১০ শোটি। সেই সময় খুদেদের মধ্যে এই শো নিয়ে দারুণ উত্তেজনা দেখা যায়। ভারতেও দারুণ জনপ্রিয় হয়েছিল এই আমেরিকান শো।