বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit-Sunidhi: 'অরিজিৎ নিজেকে ভালোবাসে না…', বাংলার ছেলের সাফল্য নিয়ে এ কী বললেন সুনীধি?

Arijit-Sunidhi: 'অরিজিৎ নিজেকে ভালোবাসে না…', বাংলার ছেলের সাফল্য নিয়ে এ কী বললেন সুনীধি?

'অরিজিৎ নিজেকে ভালোবাসে না…', বাংলার ছেলের সাফল্য নিয়ে এ কী বললেন সুনীধি?

Arijit-Sunidhi: সোনু নিগমের ভক্ত অরিজিৎ। রিয়ালিটি শো-এর মঞ্চে হার মানলেও জীবনের লড়াইয়ে জিতে গিয়েছেন জিয়াগঞ্জের এই ভূমিপুত্র। 

সাফল্যের শীর্ষে থেকেও কীভাবে মাটিতে পা দিয়ে চলতে হয় তার উজ্জ্বল উদাহরণ অরিজিৎ সিং। বর্তমানে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির হিট মেশিন জিয়াগঞ্জের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই ছেলে। আজও শিকড়ের সঙ্গেই জুড়ে রয়েছেন অরিজিৎ, বউ-বাচ্চা নিয়ে মুর্শিবাদবাদেই থাকেন। মায়ানগরীর চাকচিক্য তাঁকে টানে না। 

সম্প্রতি গায়ক হিসাবে অরিজিৎ সিং এই আকাশছোঁয়া সফল্য নিয়ে মুখ খুলেছেন সিনিয়র গায়িকা সুনিধি চৌহান। রাজ শামানির পডকাস্টে উপস্থিত হয়ে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে নানান প্রসঙ্গ আলোচনার সময় উঠে আসে অরিজিৎ-এর নাম। সুনিধি জানান, যে অরিজিৎ নিজেকে যথেষ্ট ভালবাসেন না- এই ঘটনা বেশ অবাক করা। গায়িকা বলেন, অরিজিৎ সিং নিজেকে বিরাট বড় স্টার হিসাবে গণ্য করেন না এবং কেবল সংগীত তৈরি করতে চান। এটাই তাঁর সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।

অরিজিৎ সিংকে নিয়ে সুনিধি উবাচ

অরিজিৎ সিং সম্পর্কে সুনিধি বলেন, ‘অরিজিৎ নিজেকে এখনও ছাত্র ভাবেন। উনি এত সুন্দর গায়ক। ঘরানা যাই হোক না কেন, আমি মনে করি সেই অনুযায়ী উনি নিজেকে মানিয়ে নিতে সক্ষম, যা অনেক বড় গুণ। তিনি তার কণ্ঠস্বর পরিবর্তন না করেই এটি করেন, অন্যথায় কোনও ঘরানায় ঝাঁপিয়ে পড়ার জন্য, আপনি আপনার কণ্ঠস্বরকে বদলানোর করার চেষ্টা করেন। অনেক মানুষ এটা করে, আমার মনে হয় না অরিজিৎ এটা খুব বেশি করে।’

'সে শুধু গান গায়, আমরা তার কথা শুনতে চাই'

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় অরিজিৎ নিজেকে যথেষ্ট ভালোবাসে না। এ কারণেই তিনি যা করছেন তা করতে পারছেন। তিনি একজন ছাত্র। তিনি নিজেকে অরিজিৎ সিং বলে মনে করেন না। আমি তার সম্পর্কে যতটুকু জানি… তিনি অন্যের কথা শুনতে ভালোবাসেন, নিজের পছন্দের গায়কদের কাছ থেকে কিছু গ্রহণ করতে চায়। নিজের কনসার্টে মঞ্চে প্রিয় গায়কদের গান গেয়ে শোনান। এমন নয়, অরিজিৎ শুধু লতা মঙ্গেশকরজি, কিশোর কুমারজির গান গায়, হতে পারে নতুন গায়কের গানও সে অবলীলায় গাইছে। আসলে তিনি শুধু মিউজিক করতে চান। তিনি শুধু গান করেন, আমরা তার কথা শুনতে চাই। ওর একটা নিজস্বতা রয়েছে, অরিজিতের গানই একটা ব্র্যান্ড।’

জগত জোড়া খ্যাতি অরিজিৎ সিং-এর। বর্তমান জেনারেশনের কাছে মন ভাঙাগড়ার তার জুড়ে আছে অরিজিতের সুরে। তবে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন গায়ক। ফেম গুরুকুল শো-তে ফাইনালিস্টও হতে পারেননি অরিজিৎ। লম্বা সময় মুম্বইয়ে প্রীতম-এর অধীনে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শিখেছেন। আশিকি ২ ছবির ‘তুম হি হো’ গান বদলে দেয় অরিজিৎ-এর ভাগ্য। 

অগস্ট মাসে নিজের সমস্ত কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ, কারণ হিসাবে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কথা। তবে কী হয়েছে তাঁর? খোলসা করেননি তিনি। দ্রুত সুস্থ হয়ে মঞ্চে ফিরুন তিনি, প্রার্থনা সকলের। 

বায়োস্কোপ খবর

Latest News

'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.