স্ত্রী মানা শেট্টির সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রায় ৪১ বছরের। কিভাবে নিজের সম্পর্ককে লং লাস্টিং করলেন তা জানতে চাওয়া হলে, সিক্রেট ফাঁস করেন অভিনেতা সুনীল শেট্টি। দুজনের বৈপরীত্য স্বভাবই দীর্ঘস্থায়ী সম্পর্কের রসদ বলে মনে করেন তিনি।
যৌবনকাল থেকেই সুনীল ছিলেন ‘মাচো’। অপরদিকে আচার-ব্যবহারে মানার ধৈর্য ছিল সীমাহীন। কৌতুক অভিনেত্রী ভারতীর ইউটিউব চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে সুনীল স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘মানা খুব ধৈর্যশীল। এমনকি আমার বাচ্চারাও এমন। কিন্তু আমি আক্ষরিক অর্থেই গুন্ডা ছিলাম।’
আরও পড়ুন: (অনুষ্কা-বিরাটের মেয়ে ছোট থেকেই শিল্পী! খুদে হাতে কী কী আঁকল ভামিকা?)
কেমন ছিলেন সুনীল?
অভিনেতা জানান, ‘লম্বা চুলে আমার শার্টের বোতাম খোলা থাকত। একজন অভিনেতা হওয়ার অনেক আগে আমি এমন ছিলাম। কিন্তু আমার স্ত্রী সত্যিই ধৈর্যশীল ছিল।’ সুনীল আলাপচারিতার সময় আরও উল্লেখ করেছেন যে তিনি এবং মানা বিয়ের আগে নয় বছর ডেট করেছিলেন।তাঁর মায়ের প্রাথমিক অসম্মতি সত্ত্বেও, তিনি শেষ পর্যন্ত তাঁদের বিয়ে মেনে নেন কারণ সুনীল শুধুমাত্র মানাকে বিয়ে করার ব্যাপারে আপসহীন ছিলেন। তিনি বলেন, ‘মানা আর আমি বিয়ের আগে নয় বছর পরস্পরকে ডেট করেছিলাম। আর যখনই আমার মা বিয়ের প্রসঙ্গ তুলতো আমি তাকে বলতাম, 'তুমি জানো আমি অন্য কাউকে পছন্দ করি। অন্য কাউকে বিয়ে করলে দুটো মেয়ের জীবন নষ্ট করে দেব। তাই বিয়ে না করাই ভালো। আমি তোমার বিরুদ্ধে যাবো না, তবে আমি বিয়েও করব না।’
আরও পড়ুন: (‘হিন্দুদের এখন ফ্যাশন মুসলিম হওয়ার’, ইদ পালন করে নেটপাড়ার ট্রোলে রূপাঞ্জনা)
এর আগে, রণবীর শোতে, সুনীল স্ত্রী মানার সঙ্গে তাঁর প্রেমের গল্প নিয়ে আলোচনা করেছিলেন। তিনি সেখানে বলেন, ‘আমি ওকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু সবাই আমাকে গুন্ডা বলত, কারণ আমার একটা বাইক ছিল, লম্বা চুল ছিল আর সেই শারীরিক গঠন, যা দেখে আমার আশেপাশে সব সময় মেয়েরা ঘুরে বেড়াতো। তো বুঝতেই পারছো আমার সম্পর্কে কী ছাপ ফেলে।’
প্রসঙ্গত, সুনীল এবং মানা দীর্ঘ সম্পর্কের পর ২৫শে ডিসেম্বর, ১৯৯১ সালে বিয়ে করেন। তাঁদের প্রথম সন্তান আথিয়া ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। এরপর তাঁদের দ্বিতীয় সন্তান আহান ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন।