সুনীল শেট্টি আর অনুরাগ কাশ্যুপকে খুব জলদি দেখা যাবে পরিচালক কার্তিক কে-এর ‘ফাইল নম্বর ৩২৩’-তে। দুই পলাতক বিজনেসম্যান বিজয় মালিয়া আর নীরব মোদীকে নিয়েই এই সিনেমা। এই সিনেমা বহুদিন ধরেই রয়েছে খবরে, বিশেষ করে যখন বিজনেসম্যান মেহুল চোকসির তরফ থেকে নোটিস পাঠানো হয় সিনেমার প্রযোজককে।
এবার এই খবরে নিজের প্রতিক্রিয়া জানালেন। এক সংবাদমাধ্যমকে সুনীল জানালেন, ‘আমি তো হতবাক। এই ব্যাপারে যে কেউ লিগাল নোটিস পাঠিয়েছে এটা বলে যে আমাদের সিনেমা কারও ভাবমূর্তি নষ্ট করছে। এটা সত্যিই হাস্যকর।’
তিনি আরও বলেন, ‘আমার প্রযোজকের দেওয়া জবাব আমার খুব ভালো লেগেছে-- তোমরাই তোমাদের নাম খারাপ করেছ। এবার তোমরা আমাদের কাছে জবাব চাইছ?’
এর আগে প্রযোজক পার্থ রাভল জানিয়েছিলেন, ‘সাধারণ মানুষের টাকা লুটেছে যে মানুষরা, ভারত সরকারের থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর তারা এবার নোটিস পাঠাচ্ছে। আমি শুধু সেই বিষয়গুলো নিয়ে ছবি বানাচ্ছি যা ইতিমধ্যেই পাবলিক ডোমেনে আছে। আমাদের ছবি নতুন করে কারও ভাবমূর্তি নষ্ট করবে না। অর্থনৈতিক অপরাধীদের ব্যাপারে তুলে ধরা হবে অনেক রিসার্ট করার পরেই।’
প্রযোজক কালোল দাস বলেন, ‘ও (মেহুল চোকসি) নোটিস পাঠিয়ে আমাদের বলছে আমরা নাকি ওর নাম খারাপ করছি, কিন্তু নিজের নাম ও নিজেই খারাপ করেছে। আমরা কিন্তু মেহুল চোকসি বা বিজয় মালিয়া বা নীরব মোদীর উপরে কোনও বায়োপিক বানাচ্ছি না।’
এই প্রসঙ্গ উল্লেখ করেই সুনীল নিজের কথায় যোগ করেন, ‘আমরা ছবিতে এই ব্যাপারে খুব স্পষ্ট যে তোমরা মানুষকে ঠকিয়েছ। আর আমরা সেটার উপরেই কাজ করেছি, সেই তথ্য নিয়ে যা পাবলিক ডোমেনেই আছে। তাহলে আমাদের কেন দোষ দিচ্ছ। প্রশ্ন তো উঠবেই পুরনো সরকার কী করছিল? কেন তাদের টাকা তুলতে দেওয়া হল এভাবে ব্যাঙ্ক থেকে? তারা সেই টাকা নিয়ে কী করল? সেই হাজার মানুষদের কী হল যারা এদের সঙ্গে কাজ করত? আজ কোথায় ওরা? আমাদের সিনেমা এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই এগোবে। ’