বলিউড তারকা সুনীল শেট্টি বৃহস্পতিবার জানিয়েছেন যে, একটি ওয়েব সিরিজের সেটে তিনি ‘সামান্য চোট’ পেয়েছেন। গুরুতর আঘাত পেয়েছেন বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তা উড়িয়েই দিলেন অভিনেতা। এক্স পোস্টে, ৬৩ বছর বয়সী অভিনেতা ভক্তদের আশ্বস্ত করেছেন যে, তিনি এই প্রকল্পের শুটিং পুনরায় শুরু করার জন্য প্রস্তুত হচ্ছেন।
আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের জল্পনা! পনির লাবাবদার-রুটি খাওয়াতে কাকে বাড়িতে ডাকলেন অমিতাভ বচ্চন?
মুম্বইয়ে 'হান্টার সিজন ২'-এর শুটিং চলাকালীন চোট পান তিনি। ‘ছোটখাটো চোট, গুরুতর কিছু না! আমি পুরোপুরি সুস্থ আছি এবং পরবর্তী শটের জন্য প্রস্তুত। সবার ভালোবাসা ও যত্নের জন্য কৃতজ্ঞ। #OnSet’, মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন সুনীল।
এর আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, 'হান্টার'-এর জন্য তীব্র মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন সুনীল। অভিনেতার অবস্থা খতিয়ে দেখতে এক্স-রে মেশিন নিয়ে চিকিৎসকদের ঘটনাস্থলে গিয়েছেন বলেও খবর হয়েছিল।
আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের নাম নিয়ে, ফের হুমকি সলমনকে, এবার অভিনেতার এক ঘনিষ্ঠের ক্ষতি করার বার্তা এল, কে সে
মোহরা, কৃষ্ণ, বর্ডার, হেরা ফেরি, ধড়কান এবং ম্যায় হুঁ নার মতো ছবি দিয়ে ১৯৯০ এবং ২০০০ এর দশক বলিউডে রীতিমতো রাজত্ব করেছেন সুনীল। জনপ্রিয় অ্যাকশন তারকাকে পরবর্তীতে ওয়েলকাম টু দ্য জাঙ্গল এবং তার অ্যামাজন মিনিটিভি অ্যাকশন সিরিজ ‘হান্টার সিজন ২’-এ দেখা যাবে।
আরও পড়ুন: কার্তিক-অজয়ের বৃহস্পতিবারের সংঘাত আরও জোরদার, সিংঘম না ভুল ভুলাইয়া ৩, কে আগে ছোঁবে ২০০ কোটি
সুনীল শেট্টির দিওয়ালি ফোটো:
চলতি মাসে পারিবারের দিওয়ালি পালনের এক ঝলক নেটিজেনদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা সুনীল শেট্টি। সেলফিতে অভিনেতাকে তার স্ত্রী মানা শেট্টি, মেয়ে আথিয়া শেট্টি এবং জামাই কেএল রাহুলের সঙ্গে দেখা যায়। শুধু ছিল না অহান। সেই সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘শুভ দিওয়ালি। তোমাকে মিস করছি @ahan.shetty।’
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম দেখা হয় কে এল রাহুল-আথিয়ার। ২০২৩ সালের জানুয়ারি মাসে বেশ ধুমধাম করে মেয়ে-জামাইয়ের বিয়ে দেন। অভিনয়ের জগতে যদিও সেভাবে নাম করতে পারেননি আথিয়া বা ছেলে আহান কেউই। কদিন আগে আথিয়ার মা হতে চলার খবরও ছড়িয়ে পড়েছিলেন। বিশেষ করে সুনীল শেট্টির একটি মন্তব্য থেকে বিষয়টা আরও বেশি জোরালো হয়। তবে তা যে পুরোপুরি জল্পনা ছিল, তা এতদিনে স্পষ্ট।