ছোটপর্দার কমেডিয়ান হিসেবে সুনীল গ্রোভারের জনপ্রিয়তা দেখার মতো। পাশাপাশি বড়পর্দায় এবং বিভিন্ন ওয়েব সিরিজে সিরিয়াস চরিত্রে তাঁর অভিনয়ও কুড়িয়েছে দর্শক, ছবি সমালোচকদের অকুন্ঠ প্রশংসা। এবার সেই সুনীল গ্রোভার-ই আক্রান্ত হয়েছেন হৃদরোগে। জানা গিয়েছে, হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। এইমুহূর্তে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত ২৭ জানুয়ারি সেখানেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। অভিনেতার পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, আপাতত সুস্থ আছেন তিনি। এক দিনের মধ্যে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে তাঁকে।
সুনীলের হৃদরোগে আক্রান্ত এবং অস্ত্রোপচারের খবর পেয়ে চমকে উঠেছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে সুনীলের শারীরিক অবস্থার খবর জানানো হয়েছিল। মুহূর্তেই দাবানলের মতো নেটপাড়ায় ছড়াতে থাকে এই খবর।
'ভারত' ছবিতে সলমন খানের এই জনপ্রিয় সহ-অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে চমকে উঠেছেন বর্ষীয়ান বলি-অভিনেত্রী সিমি গারেওয়াল। সোশ্যাল মিডিয়ায় সুনীলের দ্রুত সুস্থতার প্রার্থনা করে সিমি জানিয়েছেন তিনি সুনীলের একজন বিরাট ফ্যান।
প্রসঙ্গত একটা সময়ে ছোটপর্দার কপিল শর্মা কমেডি শো-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন সুনীল গ্রোভার। 'গুথথি', 'ডা. মশহুর গুলাটি'-র মতো একাধিক চরিত্রে তাঁর কমিক অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল। কপিলের শো ছাড়ার পরও সুনীল বিভিন্ন ছবি এবং ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।