সম্প্রতি রবি ঠাকুরকে অপমান করার অভিযোগ এনে কপিল শর্মার শো নিয়ে গর্জে উঠেছিলেন শ্রীজাত। দ্য কপিল শর্মা শো-এর নয়া এপিসোড সামনে আসতেই ফের তৈরি হল বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রে কমেডিয়ান সুনীল গ্রোভারের এক মন্তব্য। ভুলভুলাইয়া ৩-র প্রচারে নেটফ্লিক্সের শো-তে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি এবং বিদ্যা বালান। মাত্র ৩ দিনেই বক্স অফিসে ১১০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে এই হরর কমেডি। তার মাঝেই ছবির প্রচারের জন্য দীপাবলিতে কপিল শর্মার কমেডি শোয়ে হাজির হয়েছিল এই স্টার কাস্ট। একটি সেগমেন্টে, কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার তার প্রিয় চরিত্র ডাফলি সেজে মঞ্চে হাজির হন। সেখানেই তৃপ্তি দিমরিকে দেখে অ্য়ানিম্যাল-এর প্রসঙ্গে টেনে একটি মন্তব্য করেন ডাফলি ওরফে সুনীল। যা মোটেই ভালো চোখে দেখছে না নেটপাড়া।
তৃপ্তি দিমরি ব্লকবাস্টার ছবি অ্যানিম্যাল-এ রণবীরের সঙ্গ বেশকিছু যৌনদৃশ্যে অভিনয় করেছিলেন। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এদিন তৃপ্তিকে সুনীল (ডাফলি) জিজ্ঞাসা করে অ্যানিম্যাল রণবীরের সঙ্গে তৃপ্তি যা কিছু করেছিলেন সেগুলো কি শুধু পর্দাতেই সীমাবদ্ধ নাকি বাস্তবে তেমন কিছু ঘটেছিল। ডাফলিকে বলতে শোনা যায়, 'রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যালে আপনি যা কিছু করেছেন, আমি আশা করি যে ওগুলো শুধু শ্যুটিংই ছিল। বাস্তবে তেমন কিছু ঘটেছিল কী? হাসিমুখেই জবাব দেন তৃপ্তি। সাফ জানান, একদমই নয়। অনেকে এই ঘটনাকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও, অনেকর চোখেই এই বিষয়টি অস্বস্তিকর ঠেকেছে। একজন মেয়েকে এই ধরণের যৌনগন্ধী প্রশ্ন করা মোটেই উচিত হয়নি বলে মত তাঁদের। সেই নিয়ে রেডিটে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
রেডিট থ্রেডে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উল্লেখ করেছেন: ‘তৃপ্তি মিষ্টি এবং শান্ত। এত স্পোর্টিং করে নিয়েছেন তিনি। এই প্রশ্ন কি অনন্যা না জাহ্নবীকেও করা হত? বিশেষ করে জাহ্নবী অনেক সময় অশ্লীল বলে মন্তব্য করেন। তবে তিনি যখন শোতে এসেছিলেন তখন তাকে নেতিবাচক বা অদ্ভুত কিছু জিজ্ঞাসা করা হয়েছিল বলে আমার মনে পড়ে না।’
আরেকজন মন্তব্য করেছেন, 'এটা কফি উইথ করণের মতোই জঘন্য হয়ে উঠছে। তৃপ্তি বহিরাগত, তাই তাঁকে এমন প্রশ্ন করা হয়। ২০১০-এর দশকে কারিনাও এমন দৃশ্যে অভিনয় করেছিলেন, কেউ তাঁকে এ নিয়ে প্রশ্ন করেননি। রণবীরও অ্যানিম্যাল ছবিতে ছিলেন কেউ তাকেও এই প্রশ্ন জিজ্ঞাসা করেনি। 'অ্যানিম্যাল'-এর পর তৃপ্তি তিনটি সিনেমা করার পরেও লোকে অ্যানিম্যালে আটকে রয়েছেন। বিব্রতকর লাইন।' একজন ইন্টারনেট ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেছেন: ‘আমি ভাবছি যে তারা কি কখনও রণবীরকে এই দৃশ্যগুলির বিষয়ে জিজ্ঞাসা করবে ? কিছুদিন আগে তিনিও কি এই শোতে এসেছিলেন। তাই না?’
কিছু ভক্ত ডাফলির সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁদের দাবি সুনীল গ্রোভার অভিনীত নারী চরিত্রগুলো বরাবরই রণবীরের প্রতি দুর্বল। একবার তো রণবীরের হাতে সিঁদুরও পড়েছিলেন তিনি। সেই ঈর্ষাকে তুলে ধরতেই এই প্রশ্নটি রাখা হয়েছে, বলে মতামত তাঁদের।