চলতি মাসেই মিরাট থেকে অপহরণ করা হয়েছিল কমেডিয়ান সুনীল পালকে। অবশেষে তাঁকে উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অপহরণের ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমেডিয়াল সুনীল পাল। একই সঙ্গে এই অপহরণের ঘটনায় সকলের সঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন সুনীল পাল।
কমেডিয়ান সুনীল পাল একটা ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘নমস্কার দোস্তোঁ, ম্যায় হুঁ সুনীল পাল। জয়সা কি সারা দেশ জানতা হ্যায় কি ২ ডিসেম্বর কো মেরে সাথ অপহরণ কি দূর্ঘাটনা ইউপি মিরাট কে আস পাস হুই, ইয়ে আপনে সুনা হোগা। লেকিন মে বহুত ধন্যবাদ দেনা চাহুঙ্গা হুমারে যোগী সরকার কো, ইউপি সরকার কো, জিনকে নির্দেশ মে ইয়াহাঁ কে মিরাট পুলিশ নে, ইউপি পুলিশ নে বহুত বাহাদুরি সে কেস কা সামনা কিয়া অর জিতনে অপরাধি হ্যায় উনকে উপরে শক্ত সে সক্ত করওয়ায়ি কি।’ (নমস্কার বন্ধুরা, আপনারা এতদিনে আমার সঙ্গে ঘটে যাওয়া অপহরণের ঘটনা গোটা দেশ জেনে গিয়েছে। আপনারা শুনেছেন নিশ্চয় যে উত্তরপ্রদেশের মিরাটের কাছাকাছি একটা জায়গায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমি যোগী সরকার, উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাইব। কারণ মিরাট পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ সাহসিকতার সঙ্গে ভীষণ সুন্দরভাবে এই ঘটনায় পদক্ষেপ করেছে।
সুনীল পাল আরও বলেন, 'কারা কারা এই অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িত সেই সত্যি খুব শীঘ্রই সামনে আসবে। সব অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে সুনীল বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনি এভাবেই যেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকেন, আর পুলিশকে নির্দেশ দিতে থাকেন। সত্যমেব জয়তে।'
এদিকে সুনীল পালকে অপহরণের ঘটনায় গত সোমবার মিরাট থেকে অর্জুন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পাল্টা পুলিশকে আক্রমণ করলে পুলিশ তাঁকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। আপাতত জখম অবস্থায় ধৃত অর্জুন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও ৫জনকে ওয়ান্টেড ঘোষণা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁদের ধরে দিতে পারলে মাথা পিছু ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। যাদেরর মধ্যে রয়েছেন লাভী পাল ওরফে সুশান্ত ওরফে হিমাংশু, আকাশ ওরফে গোল ওরফে দীপেন্দ্র, শিবা, অঙ্কিত ওরফে পাহাড়ি এবং শুভম।
প্রসঙ্গত গত ২ ডিসেম্বর অপহরণ করা হয়েছিল সুনীল পালকে। মুক্তিপণ হিসাবে মোট ২০ লক্ষ টারা দাবি করেছিল অপহরণকারীরা। এরপর সুনীল পাল বন্ধুদের কাছ থেকে ধার করে ৮ লক্ষ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।