গোটা একদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরে এলেন সুনীল পাল। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেছিলেন সুনীলের স্ত্রী। স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার কথা তড়িঘড়ি তিনিই জানিয়েছিলেন সকলকে। বাড়ি ফিরে আসার পরে সেই আপডেটও তিনি দেন সোশ্যাল মিডিয়ায়।
সুনীলের বাড়ি ফিরে আসার আপডেট দিয়ে স্ত্রী সরিতা বলেছিলেন, ‘ওকে কিডন্যাপ করা হয়েছিল। পুলিশ আমাদের ভীষণ সহযোগিতা করছেন। ও একেবারে সুস্থ রয়েছে। পুলিশের অনুমতি পেলে তবেই এই বিষয়ে কথা বলা যাবে।’ সরিতার এই বয়ান দেওয়ার ঠিক পরের দিনই কিডন্যাপ প্রসঙ্গে মুখ খুললেন সুনীল পাল স্বয়ং।
আরও পড়ুন: স্পটিফাই ২০২৪-র কার্ডে বিরাট চমক! জো রোগানকে ছাপিয়ে গেলেন রণবীর, জয়জয়কার পঞ্জাবি গানের
হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীল জানান, গত ২ ডিসেম্বর হরিদ্বারে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করার জন্য তিনি বেরিয়েছিলেন বাড়ি থেকে। যাওয়ার পথেই ঘটনাটি ঘটে। তাঁকে জোর করে আটকে রেখে ২০ লক্ষ টাকা দাবি করেন অপহরণকারীরা। যদিও পরবর্তীকালে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পান তিনি। বাড়ি ফিরে এলেও বিভীষিকাময় ওই একদিন কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছেন না সুনীল।
সুনীল বলেন, 'অনুষ্ঠান করার জন্য আমাকে ৫০ শতাংশ অগ্রিম দেওয়া হয়েছিল। বিমানবন্দরে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিমানবন্দরে পৌঁছানোর পর আমাকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এক ঘন্টা পর হঠাৎ অন্য গাড়িতে বসতে বলা হয় আমাকে। সেখান থেকেই শুরু হয় আসল ঘটনা। হঠাৎ করেই আমাকে বলা হয় আমি কিডন্যাপড হয়েছি।
আরও পড়ুন: জি বাংলার জনপ্রিয় নায়িকা এই খুদে! প্রেম নিয়েও জোর চর্চায়, চিনতে পারছেন বাচ্চাটিকে?
তিনি বলেন, ‘পুরোটাই যেন সিনেমার মতো চলছিল। আমাকে চোখ বেঁধে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হলো। ওদের কাছে অস্ত্র ছিল তাই আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওরা ৭-৮ জন ছিল, ওদের মধ্যে কেউ কেউ নেশা করেও ছিল। মুক্তিপণ হিসেবে আমার থেকে ২০ লক্ষ টাকা চাওয়া হয়, কিন্তু আমার কাছে অত টাকা না থাকায় পরে ৮ লক্ষ টাকায় ওরা রাজি হয়ে যায়।’
বিভীষিকাময় ওই দিনের কথা স্মরণ করে সুনীল বলেন, ‘আমি এখন ভীষণ আতঙ্কে আছি। অভিযোগ দায়ের করবো কি না এখনও জানি না। ওরা আমাকে কোনও হুমকি দেয়নি কিন্তু এটা জানিয়েছিল আমি কোনও পদক্ষেপ নিলে আমার পরিবারের ক্ষতি করে দেবে ওরা। খুব ভয় করছে। আমার জীবনের সবথেকে খারাপ ২৪ ঘন্টা আমি কাটালাম, কিছুটা সময় লাগবে নিজেকে সামলাতে ।’