অবশেষে খোঁজ পাওয়া গেল কৌতুক অভিনেতা সুনীল পালের। গোটা একদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরে এসেছেন তিনি। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেছিলেন সুনীলের স্ত্রী, যা তিনি ফিরিয়ে নেন।
সুনীলের হারিয়ে যাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রথম জানিয়েছিলেন স্ত্রী সরিতা পাল। এবার স্বামীর বাড়ি ফিরে আসার কথা তিনি জানালেন নিজ মুখেই। সরিতা বলেন, ‘সুনীল বাড়ি ফিরে এসেছেন। পুলিশের কাছে সুনীল জি জানিয়েছেন, তিনি কিডন্যাপ হয়ে গিয়েছিলেন। আমাদের সব রকম ভাবে পুলিশ সাহায্য করেছেন। তিনি একেবারে সুস্থ রয়েছেন। পুলিশের অনুমতি পেলেই এই প্রসঙ্গে আমরা কথা বলব।’
আরও পড়ুন: মালাবদল নয়, চলচ্চিত্র উৎসবের মঞ্চে উত্তরীয় বদল সারলেন দেব-রুক্মিণী! নেপথ্যে মমতা, ব্যাপারটা কী?
আরও পড়ুন: সোনালি শাড়ি, গা ভর্তি গয়নায় বধূবেশে শোভিতা, প্রকাশ্যে এল নাগা চৈতন্যের দ্বিতীয় বিয়ের ছবি
সুনীল পাল নিখোঁজ হওয়ার পর সুনিতা জানিয়েছিলেন, ‘পুলিশ আমাদের ভীষণ সাহায্য করছেন। কোনও খবর পেলেই আমরা আপনাদের জানাবো। ওঁর সঙ্গে কী হয়েছে সেটা আগে আমাদের জানতে হবে। আমরা ভীষণ ভাবে বিধ্বস্ত রয়েছি।যতক্ষণ না ওঁর সাথে যোগাযোগ করতে পারছি মানসিকভাবে আমরা শান্তি পাবো না।’
উল্লেখ্য, ২০০৫ সালে ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ অংশগ্রহণ করেছিলেন সুনীল।স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে খুব অল্পদিনের মধ্যেই তিনি সকলের নজর কেড়েছিলেন। বলিউডের বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতেও দেখা যায় সুনীলকে। ‘বোম্বে টু গোয়া’, ‘আপনা স্বপ্না মানি মানি,’ ‘ফির হেরা ফেরি’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
আরও পড়ুন: ২০০০ কোটির মাদক মামলা প্রত্যাহার বম্বে হাইকোর্টের, অবশেষে ২৫ বছর পর শহরে ফিরলেন মমতা কুলকার্নি
২০১৭ সালে পরিচালক অনিস বাজমিকে নিয়ে কটাক্ষ করেছিলেন সুনীল, যার ফলে পরবর্তীকালে একটি বিতর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন প্রযোজকরা তাঁকে কাজ করিয়ে টাকা দেন না, এই অভিযোগ ছিল সুনীলের।
২০২০ সালে করোনা মহামারী চলাকালীন চিকিৎসা পদ্ধতি নিয়ে কটাক্ষ করায় বেশ বিতর্কে জড়াতে হয়েছিল এই স্ট্যান্ড আপ কমেডিয়ানকে। শুধু তাই নয়, বছরখানেক আগেই ‘কপিল শর্মা শো’ নিয়ে সমালোচনা করায় ফের বিতর্কে জড়ান তিনি। বর্তমানে সিনেমা বা সিরিজ না করলেও নিয়মিত স্টেজ শো করেন সুনীল পাল।