১৯৮৭ সালে সুনিতা আহুজাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। দুই ছেলে মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁদের। তবে বিবাহিত হলেও গোবিন্দার প্রতি আকর্ষিত হতেন মহিলা সহকর্মীরা। একবার গোবিন্দাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে ফেলেছিলেন রবিনা ট্যান্ডন, উত্তরে রবিনাকে কী বলেছিলেন সুনিতা?
সোজাসাপটা কথাবার্তা এবং হাসিখুশি মনোভাবের জন্য ভীষণ পরিচিত সুনিতা। মায়ের আদেশ মেনে সুনিতাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। তবে মায়ের আদেশে বিয়ে করলেও সুনিতা এবং গোবিন্দার মধ্যে ভালোবাসার কিন্তু বিন্দুমাত্র কমতি নেই। তবে গোবিন্দা বিবাহিত হলেও তাঁর প্রতি আকৃষ্ট হতে মহিলা সহকর্মীরা, যাদের মধ্যে একজন হলেন রবিনা ট্যান্ডন।
আরও পড়ুন: এবার রণবীরকে কটাক্ষ অভিজিতের! 'সুপার ফ্লপ ছবির হিরো…' নায়কে কেন এমন বললেন তিনি?
আরও পড়ুন: ৪ সপ্তাহেই ৫.৩ কোটি ভিউজ! রেকর্ড গড়তেই খাদানের কিশোরী এখন 'আমূল' গার্ল
রবিনা প্রসঙ্গে সুনিতা
সম্প্রতি হিন্দি রাশের সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনিতা বলেন, একবার রবিনা আমাকে বলেছিলেন, যদি গোবিন্দার সঙ্গে প্রথমে দেখা হত তাহলে আমি বিয়ে করে ফেলতাম গোবিন্দাকে। রবিনার এই কথার উত্তরে আমি বলেছিলাম, তুমি এখনও নিয়ে যেতে পারো। একবার নিয়ে যাও তাহলেই বুঝবে কি জ্বালা। (হাসতে হাসতে বলেন সুনিতা)
শুধু রবিনা কেন, গোবিন্দার অন্য এক সহকর্মী শিল্পা শেট্টির সঙ্গে কিন্তু মজাদার সম্পর্ক সুনিতার। আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন গোবিন্দা। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। হাসপাতালে বন্ধুকে দেখতে গিয়ে শিল্পা ঠাট্টা করে যখন সুনিতাকে বলেন, সুনিতা বাড়িতে ছিল না, তাহলে গোবিন্দাকে গুলি কে মারল? উত্তরে সুনিতা হাসতে হাসতে বলেন, আমি যদি মারতাম তাহলে বুকে মারতাম, পায়ে মারতাম নাকি! আমি কোনও কাজ অর্ধেক করি না, যা করি পুরোপুরি করি। (ঠাট্টার ছলে বলেন সুনিতা)।
আরও পড়ুন: বাবার বয়সি নায়কের সঙ্গে কোমর দুলিয়ে অশ্লীল নাচ! নেটপাড়ার রোষের মুখে উর্বশী
সুনিতা যে সব সময় এমন মজার ছলেই কথা বলেন তা বেশ কয়েকবার দেখা যাচ্ছে কপিল শর্মার অনুষ্ঠানে। কপিল শর্মা অনুষ্ঠানেও কিন্তু গোবিন্দার বিষয়ে কথা বলতে গিয়ে মজা করেছেন সুনিতা। তবে তিনি যতই মজা করুন না কেন, স্বামী সন্তান সহ পরিবারের সকলকে তিনি সবসময় এক সূত্রে বেঁধে রেখেছেন।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর সিনেমা জগত থেকে দূরে থাকার পর ফের আরও একবার গোবিন্দাকে দেখা যাবে বড় পর্দায়। বায়ে হাত কা খেল, পিংকি ডার্লিং এবং লেন ডেন: it's all about business এই তিনটি সিনেমায় দেখা যাবে গোবিন্দাকে।