বাংলা নিউজ > বায়োস্কোপ > Govinda-Sunita ‘চলো বাড়ি গিয়ে বাচ্চা করি’, স্টেজে গোবিন্দার কাছে আবদার সুনীতার, ভিডিয়ো ভাইরাল

Govinda-Sunita ‘চলো বাড়ি গিয়ে বাচ্চা করি’, স্টেজে গোবিন্দার কাছে আবদার সুনীতার, ভিডিয়ো ভাইরাল

সুনীতা আর গোবিন্দা। 

গোবিন্দা আর সুনীতা আহুজা এসেছিলেন ইন্ডিয়ান আইডলে ছেলে যশবর্ধনকে সঙ্গে নিয়ে। দেখুন ভিডিয়োতে-

গোবিন্দা আর সুনীতা আহুজাকে আজকাল প্রায়ই দেখা যায় বিভিন্ন রিয়েলিটি শো-তে। সম্প্রতি তাঁরা এসেছিলেন ইন্ডিয়ান আইডলে, সঙ্গে ছেলে যশবর্ধন। ১৯৮৭ সালে সুনীতাকে বিয়ে করেন যশ। তাঁদের জুটি বলিউডে খুব জনপ্রিয়, একসময় তো গোবিন্দার ছবি মানেই হলে লোকের ভিড়, হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার সুযোগ ছাড়তে চাইতেন না কেউই। এদিন গোবিন্দার পরিবারের সঙ্গে হাজির ছিলেন বলিউডের অন্যতম সুপুরুষ অভিনেতা ধর্মেন্দ্রও।

সোনি টিভির পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মঞ্চে এন্ট্রি নিচ্ছেন যশবর্ধন। আর তাতে শো-র হোস্ট আদিত্য নারায়ন ভাগ করে নিলেন এক পুরনো গল্প। জানালেন, যশ হওয়ার সময় প্রেগন্যান্ট সুনীতার সামনে ধর্মেন্দ্রর ছবি টাঙিয়ে রেখেছিলেন গোবিন্দা। এটা ভেবে যে বাচ্চা তাহলে একইরকম হ্যান্ডসাম হবে। আর তাতেই হাসতে হাসতে সুনীতার জবাব, ‘চি চি (গোবিন্দার ডাক নাম) যশ পেটে ছিল যখন ধর্মেন্দ্রজির ফোটো দিয়েছিল আমাকে তাই আমি এত সুন্দর প্রোডাক্ট বের করেছি। আজ তো সাক্ষাৎ ধর্মেন্দ্র দর্শন হল, চলো বাড়ি গিয়ে আরও একটা প্রোডাক্ট বের করি।’

সুনীতার এই কথা শুনে হাসি চাপতে পারেননি বিশাল দাদলানি আর নেহা কক্কর। নেহা বলেন, ‘ইয়ার এই মহিলা, ওহ মাই গড।’ সুনীতার কথার প্রত্যুত্তরে ধর্মেন্দ্র বলেন, ‘সুনীতা তুমি যেমন প্রাণবন্ত তেমনই মিষ্টি।’

১৯৮৭ সালে বিয়ে করলেও সে খবর পাঁচ বছর লুকিয়েই রেখেছিলেন তাঁরা। তাঁদের দুই সন্তান মেয়ে টিনা আহুজা আর ছেলে যশবর্ধন। ২০১৫ সালে বলিউড ছবি ‘সেকেন্ডহ্যান্ড হাজবেন্ড’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি।

 

বন্ধ করুন