খবরটা জানা গিয়েছিল আগেই। বর্ডার ছবিটির সিক্যুয়েল আসছে। তবে পুরোনো কাস্টিং এই ছবিতে প্রায় দেখা যাবে না বললেই চলে। থাকবেন সানি দেওল সহ বরুণ ধাওয়ান, অহন শেট্টি, দিলজিৎ দোসাঁঝ প্রমুখ। এবার জানা গেল এই ছবির মুক্তির দিন।
আরও পড়ুন: পরিচারিকার চ্যাঁচেমেচিতে ছুটে আসেন সইফ! ধস্তাধস্তিতেই আহত হন অভিনেতা, দাবি পুলিশের
বর্ডার ২ ছবিটির শ্যুটিং শুরু
বর্ডার ২ ছবিটির শ্যুটিং শুরু হয়ে গেল। বরুণ ধাওয়ান শ্যুটিং শুরু করলেন বহু প্রতীক্ষিত এই ছবিটির সিক্যুয়েলের। জানা গিয়েছে তিনি ঝাঁসিতে বর্ডার ২ এর শ্যুটিং শুরু করেছেন। শ্যুটিং লোকেশন অভিনেতার সঙ্গে দেখা গিয়েছে ছবির প্রযোজক ভূষণ কুমার, নিধি দত্তকে। সঙ্গে ছিলেন ছবির সহ-প্রযোজক শিব চানানা এবং পরিচালক অনুরাগ সিং।
এই ছবিতে বরুণ ধাওয়ান ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল, দিলজিৎ দোসাঁঝ, অহন শেট্টিকে। ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে এটি ভারতের সব থেকে বড় যুদ্ধের ছবি হতে চলেছে।
কবে মুক্তি পাবে বর্ডার ২?
এদিন যে কেবল ছবির শ্যুটিং শুরুর খবর প্রকাশ্যে এসেছে সেটাই নয়। জানা গিয়েছে বর্ডার ২ কবে মুক্তি পাবে সেটাও। বর্ডার ২ ছবিটি ২০২৬ সালে ২৩ জানুয়ারি মুক্তি পাবে। ফলে আগামী বছরের নেতাজি জয়ন্তীর দিন যে এই আইকনিক ছবির সিক্যুয়েল দেখা যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: লাগাতার উত্যক্ত ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত নাবালিকাকে, নৃত্যশিল্পী আত্মহত্যা করতে আটক ২ অভিযুক্ত
বর্ডার ২ প্রসঙ্গে
বর্ডার ২ ছবিটির প্রযোজনা করবেন জেপি দত্ত এবং ভূষণ কুমার। পরিচালনার দায়িত্বে অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল, দিলজিৎ দোসাঁঝ, বরুণ ধাওয়ান, অহন শেট্টিকে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের বর্ডার ছবিতে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা তুলে ধরা হয়েছিল। জেপি দত্ত পরিচালিত সেই ছবিতে ছিলেন সুনীল শেট্টি, সানি দেওল, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, প্রমুখ।