৯০ দশকে সানি দেওল মানেই হিট ছবি। গত বছর তাঁর ছবি 'গদর ২’ তেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।ঝড় তুলেছেন নিমেষেই। এবার পরের ছবি কবে আসবে সেই নিয়ে দর্শক অপেক্ষারত। শোনা যাচ্ছে সেই ছবিতে সঙ্গে থাকবেন বলিউডের অপর বিখ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানা।'বর্ডার’ ছবির সিক্যুয়াল 'বর্ডার ২'-এ প্রথমবার জুটি বাঁধবেন আয়ুষ্মান ও সানি। এবার প্রকাশ্যে এলো মুক্তির তারিখ।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি 'বর্ডার'-এ সানি দেওলের সঙ্গে ছিলেন অভিনেতা সুনীল শেঠি, অক্ষয় খান্না। সিক্যুয়াল 'বর্ডার ২'-এর নির্মানের দায়িত্ত্বে আছেন জেপি দত্ত, নিধি দত্ত ও ভূষণ কুমার। পরিচালনায় অনুরাগ সিং।
আরও পড়ুন: (আচমকাই মিস টিন ইউএসএর পদ থেকে পদত্যাগের ঘোষণা ভারতীয় বংশোদ্ভুত উমা সোফিয়ার! কিন্তু কেন)
আবার কিছু মিডিয়ার তরফে জানা গেছে এই ছবি আগের ছবির সিক্যুয়াল হবে না। শুধুমাত্র একটি যুদ্ধের রাতকেই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে।কী হয়, তা সময় বলবে। তবে জানা গেছে, ছবিতে মেজর কুলদীপ সিং চান্দুরির ভূমিকায় অভিনয় করবেন সানি দেওল। অপরদিকে ইন্ডিয়ান এয়ার ফোর্সের অন্যতম গুরুত্ত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান-কে। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস-টিকে আপাতত ছবির রিলিজের দিন হিসাবে ভাবা হয়েছে। তবে চেষ্টা করা হচ্ছে ওই বছরেরই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন অর্থাত্ ২৩শে জানুয়ারী, ২০২৬ এ যাতে ছবিটি রিলিজ করে।
আরও পড়ুন: (‘বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত করছেন সন্তানদের’, বিস্ফোরক অভিযোগ অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে)
৯০ দশকের ‘বর্ডার’, মনে দাগ কাটেনি এমন ভারতীয় পাওয়া দুষ্কর। বহু কলাকুশলী দ্বারা নির্মিত এই ছবি মূলত দেশপ্রেম ঘিরে। আজও ভারতের স্বাধীনতা দিবসে এই ছবির গান শোনা যায় পাড়ায় পাড়ায়।
সানি দেওলের সঙ্গে আয়ুষ্মান খুরানার উপস্থিতি দর্শক মহলে আগ্রহ বাড়াবে তা বলাই বাহুল্য। বক্স-অফিসে ভালই সাড়া মিলবে বলে আশা করা যাচ্ছে।