বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny Deol in Gadar 2: এবার হ্যান্ডপাম্প নয়, আস্ত পিলার তুললেন সানি! ফাঁস গদর ২-এর দৃশ্য

Sunny Deol in Gadar 2: এবার হ্যান্ডপাম্প নয়, আস্ত পিলার তুললেন সানি! ফাঁস গদর ২-এর দৃশ্য

পাগড়ি বেঁধে সৈনিকদের সঙ্গে লড়ছেন সানি

Sunny Deol in Gadar 2: গদর ২ ছবির একাধিক বিহাইন্ড দ্য সিন প্রকাশ্যে এল। একদল সৈনিকদের সঙ্গে সানি দেওলকে যুদ্ধ করতে দেখা যায়।

আমিশা প্যাটেল এবং সানি দেওলের সেই বিখ্যাত ছবি গদর এক প্রেম কথা মনে আছে? সেটারই সিক্যুয়েল এবার ফেরত আসছে। মুখ্য ভূমিকায় আরও একবার সানি দেওলকে দেখা যাবে। নতুন করে এই ছবির একটি নতুন বিহাইন্ড দ্য সিন ভিডিয়ো প্রকাশ্যে এল। আর সেই ভিডিয়োতে অভিনেতাকে অ্যাকশন দৃশ্য শ্যুট করতে দেখা যায়। এই ছবিটার পরিচালনা করছেন অনিল শর্মা। তিনিই ২০০১ সালে এই ছবির পরিচালনা করেছিলেন।

নতুন ভিডিয়োতে পাগড়ি বাঁধা অবস্থায়, পাঠানি স্যুট পরে তাঁকে শ্যুটিং করতে দেখা যায়। তবে পাশে একটি পিলারে সিমরত কৌরকে বাঁধা অবস্থায় দেখা যায়। তাঁদের ঘিরে রেখেছে একদল সৈনিক। তাঁদের সকলের পরনে খাকি উর্দি। সানি নিজেকে বন্ধন থেকে মুক্ত করে তাঁকে যে পিলারে বেঁধে রাখা হয়েছিল সেটাকে উপড়ে ফেলেন রাগের চোটে।

টুইটারে এক ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করেছিলেন। কিন্তু সেটা কপিরাইট ক্লেমের জন্য পরে সরিয়ে নেওয়া হয়। কিন্তু ভিডিয়োটি যাঁরা যাঁরা দেখেছেন সকলেই সেখানে নিজেদের মতামত জানিয়েছেন। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের দিন এই ছবির নির্মাতারা এটির একটি পোস্টার প্রকাশ্যে আনেন। সেখানে বলা হয় ২০২৩ সালের ১১ অগস্ট এই ছবি মুক্তি পাবে।

গদর ২ -এর প্রথম পোস্টারে সানি দেওলকে একদম দেশি অবতারে দেখা গেল। আর তাঁর সেই লুক যেন সকলকে গদর ছবির প্রথম ভাগের কথা মনে করিয়ে দিল। এই ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, 'হিন্দুস্তান জিন্দাবাদ হ্যায়, জিন্দাবাদ থা অর জিন্দাবাদ রহেগা। এবারের স্বাধীনতা দিবসে ভারতীয় সিনেমায় দুই দশক পর সব থেকে পর সিক্যুয়েল ছবি ফিরতে চলেছে। গদর ২ আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে।' অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মাকে দেখা যাবে। তিনিই গদর এক প্রেম কথা ছবিতে আমিশা এবং সানির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন।

এই ছবির বিষয়ে গত বছর অনিল শর্মা হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা একই কলাকুশলীদের নিয়ে এবারেও কাজ করছি। তারা সিংয়ের চরিত্রে সানি থাকবেন, সাকিনার চরিত্রে আমিশা এবং জিতের চরিত্রে উৎকর্ষ শর্মাকে দেখা যাবে। এই ছবিটা ২২ বছর এগিয়ে গিয়ে কী হয় সেটা দেখাবে। আমার ছেলে এখন যুবক। ফলে স্বাভাবিক ভাবেই গল্পকে এগোতে হতো। নতুন দর্শকদের জন্য এটা নতুন ছবি। আর যাঁরা প্রথম ভাগ দেখেছেন তাঁদের কাছে এটি একটি সিক্যুয়েল।'

বন্ধ করুন