Sunny Deol faced rejections: একসময় সানি দেওলের সঙ্গে কাজ করতে চাননি বলিউডের একাধিক অভিনেত্রী। কাজল, মাধুরী দীক্ষিতদের কাছে কাজ নিয়ে প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছিলেন অভিনেতা-
1/7মুক্তির অপেক্ষায় সানি দেওলের বহু প্রতিক্ষীত ছবি ‘গদর ২’। ২২ বছর পর ফিরছে তারা আর সাকিনার প্রেম কথা। বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘গদর: এক প্রেম কথা’ ছবির সিক্যুয়েল। ২০২৩ সালের ১১ অগস্ট মুক্তি পাবে 'গদর ২’। ফের একবার সানি-অমিশা জুটিকে রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।
2/7বলিউডের জনপ্রিয় এবং সফল অভিনেতা সানি দেওল। শারীরিক গঠন এবং একজন ফাইটিং সুপারস্টার হওয়ার জন্য সুপরিচিত তিনি। বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সানি। কিন্তু বেশ কয়েকজন অভিনেত্রী সানি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হননি।
3/7গদরে সকিনার চরিত্রটি প্রথমে কাজলকে অফার করা হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এরপর সেই অফার অমিশা প্যাটেলের কাছে যায়। পরিচালক অনিল শর্মা জানিয়েছিলেন, প্রথমে কাজলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সানির সঙ্গে সিনেমায় অভিনয় করতে অস্বীকার করেছিলেন। পরে সেই ছবি ব্লকবাস্টার হিট হয়।
4/7২০০০ সালের দিকে কেরিয়ারের শীর্ষে ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁকেও গদরের প্রস্তাব দেওয়া হয়েছিল। সানি দেওলের সঙ্গে কাজ করতে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। তবে সানির সঙ্গে ‘ত্রিদেব’ নামে একটি সিনেমায় আগেই কাজ করেছেন মাধুরী।
5/7তালিকায় আরেক নাম ঐশ্বর্য রাই বচ্চন। প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে তাঁর কেরিয়ারের প্রথম দিকে সানি দেওলের সঙ্গে একটি ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। শোনা যায়, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কারণ সানি দেওলের সিনেমাগুলি অ্যাকশন-ভিত্তিক ছিল।
6/7সানি দেওল একবার ফাঁস করেছিলেন, ‘ঘায়েল’ ছবির জন্য শ্রীদেবীকে অফার করা হয়েছিল। সেই ছবিটি প্রত্য়াখ্যান করেন অভিনেত্রী। পরে এটি মীনাক্ষী শেশাদ্রীকে অফার করা হয়।
7/7দেশভাগের প্রেক্ষাপটে তারা-সাকিনার প্রেমের গল্প উঠে এসেছিল ‘গদর’-এ। ছবির দ্বিতীয়ভাগে ধরা পড়বে এই জুটির ছেলে জিতে ওরফে চরণজিৎ-এর (উৎকর্ষ শর্মা) প্রেম কাহিনি। পরিচালক অনিল শর্মার ছেলে গদর-এ সানি-অমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিল, সিকুয়েলে হিরোর চরিত্রে থাকছে সে।