বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny Deol: সানির গায়ে সিগারেটের ফিল্টার ফেলে কয়েক জন! এর পরে কোন ভয়াবহ ঘটনা ঘটেছিল

Sunny Deol: সানির গায়ে সিগারেটের ফিল্টার ফেলে কয়েক জন! এর পরে কোন ভয়াবহ ঘটনা ঘটেছিল

সানি দেওল

Sunny Deol: সম্প্রতি নিজের রাগের কথা জানিয়েছেন সানি দেওল। বলছেন, পুরনো এক ঘটনার কথা। 

বক্সঅফিসে এখনও ছুটে চলেছে সানি দেওলের ‘গদর ২’-এর বিজয়রথ। এখনও তাঁকে থামানো যাচ্ছে না। আর এই সূত্রেই আবারও বহু বছর বাদে চর্চায় ফিরে এসেছেন সানি দেওল। তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সানি বসেছিলেন সাক্ষাৎকার দিতে।

সানি দেওলের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কথা জানা যায় না। তবে এটা জানাই যায়, তিনি বেশ রাগী মানুষ। আর তাঁর সেই রাগই বার বার ফুটে উঠেছে পর্দায়। সানি বার বার হয়ে উঠেছেন, তাঁর ব্যক্তিগত জীবনেরই প্রতিনিধি। এহেন সানির রাগের ঘটনা নিয়েও চর্চা কম হয় না। সম্প্রতি এমনই এক ঘটনা সম্পর্কে জানিয়েছেন তিনি নিজেই।

‘গদর ২’-এ তারা সিং নামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে ‘গদর’ ছবিতেও একই চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই তারা সিং রীতিমতো রাগী একটি মানুষ। এহেন সানির নিজের রাগের কথা জানিয়েছেন খোদ অভিনেতা নিজেই।

(আরও পড়ুন: দীর্ঘ ১৬ বছর শাহরুখের সঙ্গে কথা বন্ধ রেখেছিলেন সানি, কিন্তু কেন?)

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সানি দেওল জানিয়েছেন, তিনি কমবয়সে এক সময়ে এক ক্রিকেট ম্যাচ দেখতে বন্ধুদের সঙ্গে মাঠে গিয়েছিলেন। তখন তাঁর বয়স কুড়ির ঘরে। সেই সময়ে মাঠে উপস্থিত কয়েক জন ছোকরা তাঁর পিছনে লাগার চেষ্টা করেন। তিনি ধর্মেন্দ্র ছেলে বলে, তাঁকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। এতেই মাথা গরম হয়ে যায় তাঁর। কিন্তু প্রথমে তিনি কিছু বলেননি। এর পরে তাঁকে লক্ষ্য করে সিগারেটের ফিল্টার ফেলা হতে থাকে। সেগুলি তাঁর গায়ে এসে পড়ে। এতেই আর শান্ত থাকতে পারেননি তিনি। ক্ষেপে যান। এবং ছোটেন সেই সব ছোকরাদের ঠ্যাঙাতে। অল্পবয়স থেকেই যে তাঁর বিরাট রাগ, সে কথা জানিয়েছেন তিনি নিজেই।

(আরও পড়ুন: ভাইদের সঙ্গে ছবি ভাইরাল হতেই এবার রাখি পরানোর গল্প বললেন এষা দেওল)

তবে রাগী সানিও সম্প্রতি তাঁর রাগ ঝেরে ফেলেছেন এক জনের উপর থেকে। তিনি শাহরুখ খান। হালে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি সাক্ষাৎকারে সানিই খোলসা করেন শাহরুখের ফোনের কথা। বলেন, 'শাহরুখ খান ছবিটি দেখেছেন। আমাকে ফোন করে শুভকামনাও জানিয়েছিলেন। উনি খুব খুশি। আমাকে বলেছেন, ‘আমি খুব খুশি, আপনি সত্যিই এটির যোগ্য’। সাক্ষাৎকারে সানি আরও জানান, ‘ওঁর (শাহরুখের) স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানের সঙ্গেও ফোনে কথা বলি। তিনি তখন আমাকে বলেন, ‘আজ রাতে আমরা ছবিটা দেখতে যাচ্ছি’। ছবিটা দেখার পর তিনি মনে হয় একটা টুইটও করেছেন।’

বন্ধ করুন