সানি দেওল একজন বড় প্রকৃতির প্রেমি। সম্প্রতি প্রকৃতির কোলে নিজের নানা মুহূর্তের কোলাজ বানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সানি। অভিনেতাকে বরফে বসে জিলিপি এবং পরোটা খেতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। তাছাড়াও তিনি বাবা ধর্মেন্দ্রের সঙ্গে গরম কিছু পান করছিলেন তাও দেখা গিয়েছে ভিডিয়োয়। আর সেই ভিডিয়ো দেখে ববি দেওল যা কমেন্ট করলেন।
প্রকৃতির প্রতি সানি দেওলের ভালোবাসা তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই নজরে পড়ে। এবার তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি তাঁর অবকাশকালীন স্মৃতির একটি মন্টেজ। তাঁকে দিয়ে শুরু হয় ভিডিয়োটি। ভিডিয়োর শুরুতেই তিনি বলেন, ‘ভালো লাগছে, পৃথিবীর সবচেয়ে উঁচুতে নিজেকে অনুভব করছি।’ এরপর তাঁকে বরফ ঢাকা পাহাড়ী রাস্তার মধ্য দিয়ে গাড়ি চালাতে দেখা গিয়েছে। এরপর একটি জলপ্রপাতে সামনে সেলফি তুলতে ও বরফের মধ্যে জ্যাকেট পড়ে বসে পরোটা খেতেও দেখা যায় অভিনেতাকে। তাছাড়াও সানি সবুজের মধ্যে দিয়ে হেঁটে প্রকৃতির শোভাকে দু' চোখে মেখে নিচ্ছিলেন।
তাছাড়াও ভিডিয়োতে, সানি দেওলকে খাটিয়ায় শুয়ে আরামে বিশ্রাম নিতে ও সর্ষে খেতের পাশে দেখা গিয়েছে। আবার কখনও অভিনেতাকে পাহাড়ে শিশুদের মতো বরফ নিয়ে খেলতেও দেখা গিয়েছে। শুধু তাই নয় বাবা ধর্মেন্দ্রর সঙ্গে একসঙ্গে বসে গরম পানীয় পান করতেও দেখা গিয়েছে সানিকে।
ভিডিয়োটির শেয়ার করে সানি দেওল ক্যাপশন দিয়েছেন, ‘আমার প্রেরণা: প্রকৃতি মায়ের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানো।’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা
ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়েছে। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভাই ববি দেওলও একাধিক রেড হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। বাবা ও সানিকে একসঙ্গে দেখে তিনিও খুব খুশি।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর সঙ্গে ববি দেওলের সম্পর্ক কেমন জানতে চেয়ে প্রশ্ন করলে, ববি বলেছিলেন, 'আমার বাবা একটি ছোট শহর থেকে এসেছিলেন। তাঁর সমাজ, সংস্কৃতি এবং পথ সবটা আলাদা ছিল। তিনি সারাদিনই খুব ব্যস্ত থাকতেন, তিনি সব সময় কাজে থাকতেন। আমি তাঁকে কয়েক ঘন্টার জন্য দেখতে পেতাম আর সেই সময়টা ছিল গভীর রাত বা ভোর।'
কাজের সূত্রে, সানি দেওল সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘লাহোর: ১৯৪৭’-এর শুটিং শেষ করেছেন। রাজকুমার সন্তোষী এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। আমির খানের প্রোডকশন হাউজ ছবিটি প্রযোজনা করেছে। এই ছবিতে সানির বিপরীতে প্রীতি জিন্টাকে দেখা যাবে। এই ছবির হাত ধরেই প্রীতি আবার কামব্যাক করছেন। তাছাড়া সানি এখন গোপীচাঁদ মালিনেনি পরিচালিত তার পরবর্তী অ্যাকশন ছবি ‘জাট’- এর কাজে ব্যস্ত।