বলিউড অভিনেতা সানি দেওল আবারও পর্দায় ফিরে এসেছেন অ্যাকশন অবতারে। ‘গদর ২’ ছবির সাফল্যের পর এবার তিনি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ‘জাত’ নামক ছবিতে অভিনয় করছেন। ছবিতে খলনায়ক রাণাতুঙ্গার চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুডা। সম্প্রতি সানিকে ছবির ট্রেলার লঞ্চে দেখা গেছে, যেখানে তিনি সাউথের চলচ্চিত্র শিল্পের প্রশংসা করেছেন। অভিনেতা বলেছেন, ‘মুম্বইয়ের নির্মাতাদের সাউথের নির্মাতাদের কাছ থেকে সিনেমা তৈরি করা শেখা উচিত’। শুধু তাই নয়, অভিনেতা সাউথ ইন্ডাস্ট্রিতে আরও কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন।
‘জাত’ ছবির ট্রেলার লঞ্চের সময় সানি দেওল বলেন, ‘আমি চাই আমাদের মুম্বইয়ের নির্মাতারা ওঁদের কাছ থেকে কিছু শিখুক, তবেই এটি হিন্দি সিনেমা হবে, বলিউড নয়। বলিউডের নির্মাতাদের সিনেমা তৈরি করা শিখতে হবে। সিনেমা ভালোবাসা এবং উৎসাহ দিয়ে তৈরি হয়, শুধুমাত্র প্রজেক্ট হিসেবে দেখলে হবে না সিনেমাকে।’
আরও পড়ুন: ‘সিকন্দর’-কে টেক্কা দক্ষিণী ছবির, সলমন কি তবে এবার হেরে যাবেন মোহনলালের কাছে?
আরও পড়ুন: ‘সেই সময়ে ভেবেচিন্তে কিছু করিনি’, কুরুচিকর কথার জন্য এবার পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময়
অভিনেতা আরও বলেন, ‘আমি ওঁদের (সাউথের চলচ্চিত্র শিল্প) সঙ্গে আরও ছবি করতে চাই। আমার আরও একটা ইচ্ছা আছে, আগামীদিনে আমি দক্ষিণ ভারতে পাকাপাকি থেকে যেতে চাই। আমার ভীষণ ভালো লাগে এখানে থাকতে।'
প্রসঙ্গত, 'জাত' ছবির ট্রেলারের শেষে সানি দেওলের একটি দারুণ ডায়ালগ রয়েছে যেখানে তাঁর সাউথে কাজ করার ইচ্ছার কথা আরও গভীরভাবে প্রকাশ পায়। ট্রেলারে দেখা যাচ্ছে, অভিনেতা নিজের স্টাইলে বলছেন, ‘এই আড়াই কিলো হাতের শক্তি পুরো উত্তর দেখেছে। এবার দক্ষিণ দেখবে।’ সানি দেওল ট্রেলার লঞ্চের সময় এও বলেছেন যে, ‘গদর ২’ এবং ‘অ্যানিমেল’ ছবির সাফল্যের পর তাঁর এবং ভাই ববির কাছে ছবির অফার আসতে শুরু করেছে।
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
কাজের প্রসঙ্গে কথা বললে, ‘গদর ২’ ছবির পর সানির কাছে একের পর এক সিনেমার অফার আসতে শুরু হয়ে যায়। কিছু ছবির শ্যুটিং তিনি শেষ করে ফেলেছেন। আবার কিছু ছবির শ্যুটিংও চলছে। খুব শীঘ্রই সানিকে আমির খান প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’ এবং ‘বর্ডার ২’ ছবিতে দেখা যাবে। এদিকে সানির ‘জাত’ মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল।