ধর্মেন্দ্র পুত্র সানি দেওল সম্প্রতি তাঁর বড় ছেলে করণ দেওলের জন্মদিন উপলক্ষে পোস্ট করলেন বেশ কিছু ছবি এবং ভিডিয়ো। বাবা এবং ছেলেদের মধ্যে বন্ডিং যে বেশ ভালই, তা স্পষ্ট হয়ে যায় এই ছবিগুলো দেখেই। আপনার জন্য রইল সেই ছবির ভান্ডার।
সানি যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, নীল পাহাড়ের কোলে ছেলেকে নিয়ে বসে রয়েছেন তিনি। এছাড়াও টুকরো টুকরো বেশ কিছু ছবি রয়েছে ছেলের সঙ্গে, যেগুলি কোলাজ আকারে পোস্ট করেছেন তিনি। ভিডিয়োর একটি অংশে দেখা যাচ্ছে ছেলের বিয়ের ছবি, যেখানে ছেলের পাশে দাঁড়িয়ে রয়েছেন গর্বিত পিতা।
আরও পড়ুন: ‘এতটা কষ্ট….’, বাবা-মা'র কথা বলতে গিয়ে কেঁদে ভাসালেন রচনা, সামলাতে ছুটলেন জোজো
আরও পড়ুন: বিরাটের জনপ্রিয়তার কাছে গো-হারান হেরে বসে শাহরুখ-সলমন! সমীক্ষার রিপোর্টে ফাঁস চমকপ্রদ তথ্য
শুধু করণ নয়, ছোট ছেলে রাজবীরকেও দেখা যায় এই ভিডিয়োয়। কখনও সানি ছেলেদের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন কখনও আবার সন্তানরা বাবাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। বাদ যাননি ধর্মেন্দ্রও। বাবার পাশাপাশি ঠাকুরদার সঙ্গেও যে বেশ ভালই সম্পর্ক নাতিদের, এই ভিডিয়ো দেখেই। বড় ছেলের জন্মদিন উপলক্ষে এই ভিডিয়োটি পোস্ট করে সানি লেখেন, 'শুভ জন্মদিন রকি! তুমি আমার গর্ব এবং হৃদয়। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।
প্রসঙ্গত, আগামী দিনে রণদীপ হুডার সঙ্গে দুটি বাঁধতে দেখা যাবে সানিকে। সানি এবং রনদীপ ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন বিনীত কুমার সিং, সাইয়ামি খের এবং রেজিনা ক্যাসান্দ্রা। এছাড়াও রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৪৭’ নামক একটি সিনেমায় অভিনয় করবেন সানি। প্রীতি জিন্টার বিপরীতে এই সিনেমায় অভিনয় করবেন সানি।
আরও পড়ুন: সোনার গয়না না পরে চর্চায়! বউভাতে রক্তদান, আরজি করের বিচার চওয়া, আরও যা করেন ঊষসী ও ডাক্তার-পাত্র অয়ন
আরও পড়ুন: ক্রপ টপে উঁকি দিচ্ছে রূপসার বেবি বাম্প! বিয়ের মাস ঘুরতেই জানান সুখবর, কবে আসছে সন্তান?
সানি এবং প্রীতি জিন্টা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন শাবানা আজমি এবং আলি ফজল। এছাড়াও বহু প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২ ’আসতে চলেছে আগামী বছর। ‘বর্ডার টু’ সিনেমায় সানি ছাড়া অভিনয় করবেন বরুণ ধাওয়ান, অহন শেট্টি এবং দিলজিত দোসাঞ্জ। পরিচালনা করবেন অনুরাগ সিং।