প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। তখন চার সন্তানের পিতা ‘শোলে’ তারকা। বড় ছেলে সানির বয়স ১৭। যৌবনের দোরগোড়ায় দাঁড়ানো সানি সহজভাবে মেনে নেয়নি বাবার দ্বিতীয় বিয়ে। এরপর কেটেছে চার দশক। ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী, সন্তানদের সঙ্গে শুরুর দিকে তিক্ত সম্পর্ক ছিল হেমা ও তাঁর দুই মেয়ের। এত বছর পরেও মুখোমুখি হননি ধর্মেন্দ্রর দুই স্ত্রী। তবে তাঁদের সন্তানদের মধ্যে সম্পর্ক এখন অনেকটাই সহজ। আরও পড়ুন-: দ্বিতীয় শনিবারে আয় ৩২ কোটি, সংকটে ‘পাঠান’-এর রেকর্ড! ৯ দিনে কত কোটি কামালো ‘গদর ২’?
‘বলিউড আমার পরিবারকে যোগ্য সম্মান দেয়নি’, গদর ২-এর সাফল্যের মাঝে বিস্ফোরক ধর্মেন্দ্র
কিছুদিন আগেই ‘গদর ২’-এর স্পেশ্যাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন হেমা কন্যা এষা দেওল। সেখানে দুই দাদার সঙ্গে একফ্রেমে পাওয়া গিয়েছিল তাঁকে। আর এবার হেমা মালিনী থিয়েটারে হাজির হলেন সৎ ছেলের ম্যাজিক বড় পর্দায় দেখতে। শনিবার রাতে মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সে লেন্সবন্দি হন বর্ষীয়ান অভিনেতা। ছবি দেখে মুগ্ধ ড্রিম গার্ল। ক্যামেরার সামনে সানিকে ভরিয়ে দিলেন প্রশংসায়। ‘গদর ২’-ভারত এবং পাকিস্তান দুই দেশকেই সঠিক বার্তা দিয়েছে বলে মত হেমা মালিনীর।
পাপারাৎজিদের সামনে হেমা বলেন, ‘গদর দেখে এলাম। খুব ভালো লাগল। যেমনটা আশা করেছিলাম, একদম তেমনই পর্দায় ফুটে উঠেছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। মনে হচ্ছিল সত্তর বা আশির দশকের ছবির কথা মনে করালেন পরিচালক অনিল শর্মা, খুব সুন্দর পরিচালনা। সুন্দরভাবে সেই জমানা উঠে এসেছে।’ সানিকে নিয়ে কী মন্তব্য তাঁর সৎ মায়ের? হেমার কথায়, ‘সানি অসাধারণ, অনিল শর্মার ছেলে উৎকর্ষও খুব ভালো কাজ করেছে। নতুন মেয়েটাকেও (সিমরত কৌর) বেশ ভালো লাগ। ছবিটিতে দেশভক্তি ভরপুর রয়েছে, মুসলমান সম্প্রদায়ের প্রতি যে সৌভ্রাতৃত্ববোধ দেখানো হয়েছে তা প্রশংসনীয়, এক কথায় এই ছবিটা ভারত-পাকিস্তান দুই দেশকেই সঠিক বার্তা দিয়েছে’।
গদর ২- মুক্তির দ্বিতীয় শনিবারেও ৩২ কোটি টাকার ব্য়বসা করেছে। দেশের বক্স অফিসে তুড়ি মেরে ৩০০ কোটির গণ্ডি পার করেছে সানি দেওলের এই ছবি। এখনও পর্যন্ত ছবির আয়ের পরিমাণ ৩৩৬ কোটি টাকা। ছেলের সাফল্য আপ্লুত ধর্মেন্দ্র। সম্প্রতি তিনি জানিয়েছেন, ‘বলিউডের সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে দু-টো সানির। কিন্তু কোনওদিন ছেলে নিজের সাফল্যের খতিয়ান নিয়ে কথা বলে না।’
১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টের প্রেক্ষাপটে সাজানো এই ছবি। এবারও একাই পাক সেনাকে পরাস্ত করে লাহোরে পা রাখবে তারা সিং। স্ত্রী নয়, দ্বিতীয় দফায় লক্ষ্য বন্দি ছেলেকে ঘরে ফেরনো। যে ভূমিকায় রয়েছেন উৎকর্ষ শর্মা। ২২ বছর আগে আমিশা-সানির অনস্ক্রিন পুত্রের চরিত্রে উৎকর্ষই অভিনয় করেছিলেন।