বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ সেপ্টেম্বর মাসে তাঁদের প্রথম প্রেগন্যান্সির ঘোষণা করেন। এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় এই আনন্দের খবরটি শেয়ার করে নিয়েছেন। করিনা কাপুর, বরুণ ধাওয়ান, দীপিকা পাড়ুকোন-সহ ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এবার ভিকি ও ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন কাকা সানি কৌশল।
সানি জানিয়েছেন পরিবারের সকলে কতটা নার্ভাস এবং একই সঙ্গে নবজাতকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সানি কৌশল সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তাঁকে বাড়ির হবু সদস্যকে নিয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলতে এবং ক্যাটরিনার মাহওয়ার ঘোষণা নিয়ে উত্তেজনা প্রকাশ করতে দেখা যায়।
সানি ইনস্ট্যান্ট বলিউডকে বলেন, ‘এটা সুখবর। আর আমরা বাড়ির সবাই ভীষণ খুশি এতে। আমরা সবাই নার্ভাস যে সামনে কী হবে। আমরা সকলে সেই বিশেষ দিনের জন্য অপেক্ষা করছি।’
২৮ সেপ্টেম্বর, সানি তার বন্ধু এবং পরিবারের সঙ্গে তাঁর ৩৬তম জন্মদিন উদযাপন করেছেন এবং ক্যাটরিনাও সেই অন্তরঙ্গ জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। উদযাপনের একটি ছবিতে তাকে হাসিখুশি দেখাচ্ছিল। সানি, মিনি মাথুর এবং ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকেও ছবিতে দেখা যায়। মিনি সানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবিটি শেয়ার করেছেন। এদিকে দেওরের জন্মদিনে ক্যাটরিনাও সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট শেয়ার করে নেন। যেখানে তিনি সানিকে ‘সেরা দেওর’ বলে উল্লেখ করেন।
২০২১ সালে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্ট, ফোর্ট বারওয়ারায় রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা তাঁদের সন্তান আসার সুখবর ভাগ করে নেন। যেখানে ক্যাটরিনাকে তাঁর বেবি বাম্পে দেখা যায় এবং ভিকি স্নেহের সাথে সেটি ধরে আছেন। ছবির সঙ্গে লেখা, ‘আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি, আমাদের হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
দাদার পথে হেঁটে সানি কৌশলও পা রেখেছেন সিনেমার জগতে। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছে তাপসী পান্নু এবং বিক্রান্ত ম্যাসির সঙ্গে ফির আয়ি হাসিন দিলরুবা ছবিতে। এরপর তাঁকে লেটার্স টু মিস্টার খান্না ছবিতে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন নীতু কাপুর এবং শ্রদ্ধা শ্রীনাথ। ছবি মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।