কেরল বিশ্ববিদ্যালয়ে পারফর্মে করার অনুমতি মিলল না অভিনেত্রী সানি লিওনের।জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। আগামী ৫ জুলাই ইভেন্টটির হওয়ার কথা ছিল তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে। কিন্তু কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোহন কুন্নুম্মল বেঁকে বসেছেন। তিনি রেজিস্টারকে কলেজের প্রোগ্রাম তালিকা থেকে সানি লিওনের শো বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: (‘তৃনীল’ ভক্তদের জন্য সুখবর, প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, সঙ্গে সৌরভ! আসছে বড় চমক)
তাহলে কী অতীতই বাধা হয়ে দাঁড়াল? আপাতদৃষ্টিতে তা নয়। গতবছর নভেম্বরে কেরলের এনার্কুলাম জেলার কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বার্ষিক কনসার্টে পদদলিত মারা গিয়েছিলেন চারজন ছাত্র এবং আহত হয়েছিলেন ৬০ জনেরও বেশি। সেদিন কনসার্ট ছিল নিকিতা গান্ধীর। তাঁর গান শুনতে গিয়েই বেপরোয়া ভাবে ভিড়ের সৃষ্টি হয়। আয়োজকদের সঠিক ব্যবস্থা না থাকায় বেপরোয়াভাবে অনেকেই কনসার্টে ঢুকে পড়ে। ফলে প্রয়োজনের অতিরিক্ত ভিড় জন্মায় এবং পদদলিত হয়ে ভয়াবহ ঘটনা ঘটে। তাই এই বছর কনসার্টের অনুমতি দিলেন না কেরল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ।
একটি প্রতিবেদন অনুসারে, ‘কেরল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডঃ মোহনন কুন্নুম্মল, লিওনের পারফরম্যান্স প্রোগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তা নিশ্চিত করার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তটি গত বছরের নভেম্বরে ওই মর্মান্তিক ঘটনার পরে নেওয়া হয়েছে।’ ঘটনার পর, কেরল হাইকোর্টের তরফে জানানো হয় যে, আয়োজকদের অব্যবস্থার কারণেই এই দুর্ঘটনা টি ঘটে। এরপরেই কেরল রাজ্য সরকার ক্যাম্পাসে বহিরাগত ডিজে পার্টি এবং মিউজিক নাইট নিষিদ্ধ করা হয়েছে। উপাচার্য আরও জোর দিয়ে বলেছেন যে, এমন আদেশ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই নাচের অনুষ্ঠানের আয়োজন চেষ্টা করা হয়। কিন্তু কোনও অবস্থাতেই ইউনিয়নের নামে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে এই ধরনের অনুষ্ঠান করা যাবে না ।
আরও পড়ুন: ('বলি, আমার নাম নিয়ে এসব হচ্ছেটা কী!' রেগে আগুন, বম্বে হাইকোর্টে পৌঁছে গেলেন করণ জোহর)
সানি লিওন কে খুব শীঘ্রই মালায়লাম ছবিতে দেখা যাবে৷ এপ্রিল মাসে, তিনি ইনস্টাগ্রামে মুহুরাত অনুষ্ঠানের একটি ঝলক শেয়ার করেছিলেন, দুর্ঘটনা ক্রমে তার হাত পুড়ে গেলেও এই প্রোজেক্টটি সম্পর্কে তিনি উত্তেজিত ছিলেন। ছবিটি পরিচালনা করেছেন পাম্পালি ।সানি লিওন বেশ কয়েকটি বলিউড ছবিতে কাজ করেছেন, যেমন 'জিসম ২', ‘রাগিনি এমএমএস ২’, 'এক পহেলি লীলা', 'কুছ কুছ লোচা হ্যায়', ‘মস্তিজাদে’। সানিকে শেষ দেখা গিয়েছিল অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ তে রাহুল ভাট এবং অভিলাষ থাপলিয়ালের সঙ্গে।