বলিউডে পা রেখেছেন যে তার পর একটা লম্বা সময় পেরিয়ে গিয়েছে। পর্ন তারকার পরিচয় মুছে ফেলে অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। কার কথা বলছি? সানি লিওনের। আর এই পথটা পার করতে বেশ ভালোই সময় লেগেছে তাঁর। সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কেন সেই সমস্ত কথপোকথন তাঁর বেশ অস্বস্তি হয় যেখানে এই বিষয়টা নিয়ে কথা হয়।
আরও পড়ুন: আরণ্যক-গরিমার বাগদানেই প্রকাশ্যে আসবে রোশনাইয়ের বিয়ের রহস্য! সবাই কি জেনে যাবে নায়িকার বর কে?
কী জানিয়েছেন সানি?
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি জানান বলিউডে তিনি যখন সবে সবে পা রেখেছিলেন তখন এই ট্যাগটার জন্য তাঁর বেশ সমস্যা হতো। অভিনেত্রীর কথা অনুযায়ী, ' আমি যখন প্রথম প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য। সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনও যখন তাঁরা এত বছর পরেও সেটা নিয়ে কথা বলেন তখন সেটা সমস্যার বলে মনে হয়। ভাই, ১৩ বছর হয়ে গিয়েছে এখন যে আমি এখানে এসেছি। এখনও যদি অতীতকে না ছাড়তে পারেন তাহলে আর কবে সামনের দিকে এগোবেন? এটাই এখন সময়। এই বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না। আমার জীবনে যে এটা ঘটেছিল এখন সেটা সবার জানা। আমরা তারপর সবাই অনেক অনেক কাজ করেছি এবং নিজেদের মতো করে এগিয়ে গিয়েছি। কিন্তু এখনও অনেকেই এটাকে ব্যবহার করে নিজেদের পাঠক পেতে।'
সানি লিওন আসলে কে?
সানি লিওন কানাডার অন্টারিওতে বড় হয়েছেন। যদিও তিনি একজন পঞ্জাবি পরিবারের মেয়ে। তাঁর আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে তাঁর। তিনি অভিনয় ছাড়াও নানা সামাজিক কাজ কর্মের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: থাকবেন না সন্তানদের মায়ের সঙ্গে, অধুনার সঙ্গে বিচ্ছেদের খবর কীভাবে আকিরা-শাক্যকে দিয়েছিলেন ফারহান?
সানির অভিনয়ের কেরিয়ার
সানি লিওন বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। আর তিনি পূজা ভাটের ছবি জিসম ২ এর হাত ধরে অভিনয় শুরু করেন। এরপর তিনি শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ২, হেট স্টোরি ২, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।
আগামীতে তাঁকে অনুরাগ কাশ্যপের ছবি কেনেডিতে দেখা যাবে। এই ছবিটি ইতিমধ্যেই ২০২৩ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।