ছত্রিশগড়ে বিবাহিতা মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বেশ কয়েক বছর ধরে। প্রকল্পটির নাম মাহতারি বন্দন যোজনা। ছত্রিশগড়ের বিজেপি শাসিত সরকার মহিলাদের জন্য নিয়ে এসেছিল এই বিশেষ স্কিম। মহিলাদের জন্য এই স্কিম হলেও আচমকাই জানা যায় এক পুরুষ সানি লিওনের নাম ভাঙিয়ে প্রতিমাসে স্কিমের অর্থ ঢোকাচ্ছেন নিজের পকেটে।
পুলিশ সূত্রে থেকে জানা যায়, বীরেন্দ্র জোশি নামের এক ব্যক্তি এই গোটা কান্ডটি ঘটিয়েছেন। সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে প্রতিমাসে টাকা আত্মসাৎ করছিলেন তিনি। শুধু সানি লিওনের নাম নয়, স্বামীর জায়গায় নীল ছবি অভিনেতা জনি সিন্স-এর নাম লিখেছিলেন তিনি।
আরও পড়ুন: বিচ্ছেদে সিলমোহর দেন অর্জুন, প্রাক্তনকে খোঁচা মালাইকার! ৫১-য় নতুন প্রেমে ‘মুন্নী’?
আরও পড়ুন: তিনি হিন্দু, বর মুসলিম! ৭ দিনের ছেলে নিয়ে সাজুগুজু করে বড়দিন পালন বাঙালি মেয়ে দেবলীনার
ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের তালুর গ্রামে এই গোটা ঘটনাটি ঘটে। প্রতারণার এই ঘটনাটি সামনে উঠে আসতেই জেলা প্রশাসকদের চোখ কপালে উঠে যায়। ওই প্রতারক শুধু নয়, যে সমস্ত সরকারি আধিকারিকরা ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।

জেলাশাসক হরিশ এস গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে কোনও চক্র রয়েছে, এটি শুধুমাত্র একটাই ঘটনা নাকি এমন আরও অনেক ঘটনা আছে সেই সম্পর্কে তদন্ত করা নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওই ব্যক্তির অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কত টাকা জমা পড়েছে, কীভাবে সেই টাকা সরকারের ঘরে ফেরানো যায়, সেই বিষয় নিয়েও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলাশাসক।
আরও পড়ুন: ‘যিশু খুব এক্সপেন্সিভ’, হঠাৎ কেন এই কথা বললেন দেব?
আরও পড়ুন: পাটুলি যেন নয়া পার্কস্ট্রিট! বড়দিনের কার্নিভাল জমিয়ে দিলেন নচিকেতা, সায়নীরা
ছত্রিশগড়ের ঘটনায় কী বললেন সানি লিওন?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সানি লিওন লেখেন, ছত্রিশগড়ের জালিয়াতির ঘটনা শুনে আমি ভীষণভাবে হতাশ। আমার পরিচয় এবং নাম মিথ্যেভাবে ব্যবহার করা হয়েছে সেখানে। মহিলাদের সুবিধে দেওয়ার জন্য যে প্রকল্প তৈরি করা হয়, সেখানে কীভাবে প্রতারণা করে কেউ? আমি এই কাজের তীব্র নিন্দা জানাই এবং কর্তৃপক্ষকে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করার জন্য আবেদন জানাই।