১৬ বছর তাঁরা একসঙ্গে, ১৩ বছরের দাম্পত্য। কিন্তু এখনও সানি লিওনের সঙ্গে প্রযোজক ড্যানিয়েল ওয়েবারের প্রেম অমলিন। হিন্দুস্থান টাইমসকে ভ্যালেন্টাইনস ডে প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রেম প্রসঙ্গে অকপট ভাবে ধরা দেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল।
সানি লিওন স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে প্রথম দেখার কথা ভাগ করে নিয়ে বলেন, 'আমরা প্রথমবার একে অপরকে দেখেই প্রেমে পড়ে যাই। আমরা এখনও দু'জন দু'জনের সঙ্গে আমাদের নানা খুঁটিনাটি ভাগ করেনি।' অন্যদিকে প্রথম দেখা প্রসঙ্গে ড্যানিয়েল বলেন, ‘আমি যখন প্রথম দেখেছিলাম তখন আমার মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছিল ‘ওহ মাই গড, ওয়াও’।’ ২০০৯ সালে লাস ভেগাসে একটি নাইট ক্লাবের বাইরে তাঁদের দেখা হয় তাঁদের। এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ হয়।
ড্যানিয়েলকে বলেন, ‘আমরা কয়েক ঘন্টা ধরে কথা বলেছিলাম। আমাকে যেটা সবচেয়ে বেশি অবাক করেছিল সেটা হল সানি তাঁর পরিবারের সঙ্গে ভীষণ ভাবে ঘনিষ্ঠ ছিলেন। পরিবার যে ওঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝে ছিলাম। এছাড়াও ওঁর সঙ্গে কথা বলে বুঝেছিলাম ওঁর থেকে অনেক কিছু শেখার আছে, ওঁর সঙ্গে আলাপ হয়ে একটা অন্য অনুভূতি জেগেছিল মনের মধ্যে।’ কয়েক বছর ডেটিংয়ের পরে ড্যানিয়েল অবশেষে প্রস্তাব দিয়েছিলেন বিয়ের। তারপর ২০১১ সালে শিখ এবং ইহুদি উভয় রীতি মেনেই দু'জন গাঁটছড়া বাঁধেন।
আরও পড়ুন: 'রিজেকশন খুব কম এসেছে আমার জীবনে…', কাজ থেকে অঙ্গনার সঙ্গে প্রেম, অকপট রোহন
সানির ড্যানিয়েল বেশ রোমান্টিক একজন মানুষ, এই প্রসঙ্গে সানি বলেন, ‘আমরা ২০২৪ সালে আবার বিয়ে করেছি। এটা আমরা দীর্ঘদিন ধরেই করতে চাইছিলাম, এটা আমাদের জন্য খুবই আবেগময় ও মজার ছিল।'
এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকেন, কিন্তু কীভাবে তাঁরা ভ্যালেন্টাইনস ডে উদযাপন করেন? এই প্রশ্নের উত্তরে ড্যানিয়েল বলেন, ‘প্রতি বছরই এটা ভিন্ন হয়। কখনও আমরা কাজ করছি, কখনও কাজ করিনি। তবে বেশিরভাগ সময় ডিনার ডেট যাই বা আমরা কোথাও ঘুরতে যায়। আমরা উদযাপন হয়তো বিরাট ভাবে করি না, তবে দিনটা ভালোবাসায় ভরে থাকে। তবে একদিন নয়, আমাদের মতে প্রতিদিনই ভালোবাসার দিন হওয়া উচিত।'
বরের কথার রেশ টেনে সানি বলেন, ‘হ্যাঁ, ড্যানিয়েল এখনও আমাকে ফুল কিনে দেয়। এই বিষয়টা আমি খুব পছন্দ করি।' এই প্রসঙ্গে ড্যানিয়েল বলেন, ‘আমি ওঁর পছন্দসই ফুল আনতে চেষ্টা করি। আমি সব সময় ওঁকে ইতিবাচক কথা বলতেই পছন্দ করি, ওঁর প্রশংসা করি আর ওঁকে অনেক ভালোবাসি।’
তবে যে কোনও দম্পতির মধ্যে মতবিরোধ তো হয়েই থাকে, তাঁদের মধ্যে যদি এমন কিছু হয়, তবে তাঁরা তা কীভাবে সমাধান করেন? সানি বলেন, ‘আমাদের মধ্যেও মতবিরোধ দেখা দেয়, তবে আমরা মধ্যপন্থা খুঁজে বের করার চেষ্টা করি। ড্যানিয়েল এবং আমি সত্যিই যে কোনও সমস্যার মধ্যেও মাথা ঠান্ডা রেখে ভালো ভাবে কাজ করতে পারি। আমরা কেবল একে অপরের জন্য আছি, হতাশ বা বিরক্ত হওয়ার পরিবর্তে আমরা একে অপরকে সমর্থন করি। একটা সমাধান বের করার চেষ্টা করি। আমরা একে অপরকে এতটাই ভালোবাসি যে শ্রদ্ধার সঙ্গে সবটা সামাল দেওয়ার চেষ্টা করি।’
স্ত্রীয়ের সঙ্গে একমত ড্যানিয়েলও বলেন, ‘একে অপরের পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও অনেক সমস্যার মধ্য দিয়ে যাই। ব্যবসা, কাজে উত্থান-পতন, আমাদের তিনটি ছোট বাচ্চা (নিশা, আশের এবং নোয়াহ) রয়েছে এবং একসঙ্গে অনেক কিছু চলছে। তাই আমরা খুব কমই ঝগড়া করি।’
কিন্তু দু'জন এতখানি ব্যস্ত তার মধ্যে একে অপরকে কীভাবে সময় দেন তাঁরা? ড্যানিয়েল বলেন, ‘ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। আমরা বেশ কিছু সময় একান্তেও কাটাই। আমাদের জীবনের বিশেষ দিনগুলিতে কোথাও যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।’