পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরে এবার কান চলচ্চিত্র উৎসবে যাত্রা করেছে সানি লিওনের ‘কেনেডি’। এই একটি মাত্র ভারতীয় ছবিই এবার কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। মিডনাইট স্ক্রিনিং বিভাগের অংশ হিসাবে নির্বাচিত হয়েছে এই ছবি। যা আগামী ১৬ থেক ২৭ মে অনুষ্ঠিত হবে। সেতো নাহয় হল, তবে এই ছবির জন্য অডিশনের প্রক্রিয়া মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন সানি। ছবির জন্য অডিশন দিতে গিয়ে ভীষণই ভয় পেয়ে গিয়েছিলেন, নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন সানি।
ঠিক কী ঘটেছিল?
সানি লিওন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘এটা আমার জীবনে সবথেকে খারাপ একটা পরীক্ষা। অডিশন দিতে যাওয়ার সময় ভেবেছিলাম, হয়ত শুধু পরিচালক আর প্রযোজক থাকবেন। গিয়ে দেখি, সহকারী পরিচালক সহ পুরো টিম সেখানে উপস্থিত। আর টিমের বেশিরভাগই মহিলা, সকলেই ওই ঘরে বসেছিলেন। অডিশন দেওয়ার সময় ভীষণই নার্ভাস ছিলাম, কারণ, যেটা নিয়ে অডিশন দিচ্ছি, সেটাতে আমি বিশেষ স্বচ্ছন্দ নই।’
আরও পড়ুন-অঙ্কুশের জীবনে ‘ঐন্দ্রিলা আউট, পূজা ইন’! 'লাভ ম্যারেজ'র কথার মাঝেই ফাঁস পরকীয়া?
আরও পড়ুন-আমার জীবন বা কেরিয়ারে কোনও 'গডফাদার' পাইনি, 'গডমাদার' পেয়েছি: প্রসেনজিৎ
সানির কথায় ‘আপনার দিকে ১০জন লোক তাকিয়ে রয়েছে। আপনি যেটাই করবেন, সেটা নিয়েই চুল চেরা বিশ্লেষণ করা হবে, ওঁরা হ্যাঁও বলতে পারেন আবার না। তারপর অডিশন শেষ হতেই অনুরাগ টিমের দিকে তাকাল। প্রশ্ন করল, কী মনে হল সকলের? আমার মনে হল জীবনের সবথেকে খারাপ পরীক্ষা দিয়েছি। কিন্তু অনুরাগ ভীষণ খুশি ছিলেন, ওঁর টিমও তাই। আমি পরীক্ষায় পাশ করে গেলাম।’
'কেনেডি' কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। সে প্রসঙ্গে সানি এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘আমি পুরো টিমের জন্য গর্বিত। অনুরাগ কাশ্যপ, আপনি একজন অলৌকিক কেউ, একজন সাধু, একজন দেবদূতের মতো। এই ছবিতে আমায় নেওয়ার জন্য ধন্যবাদ। আমার এই যাত্র ভীষণই সুন্দর ছিল। আমার কেরিয়ারে দেখার মতো কিছু ঘটতে চলেছে।’
এদিকে কান চলচ্চিত্র উৎসবে ‘কেনেডি’র নির্বাচিত হওয়ার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সানির স্বামি ড্যানিয়েল ওয়েবারও।