একসময় ছিলেন 'প্রাপ্তবয়স্কদের ছবি তারকা'! তবে সানি লিওনের জীবনে সেই তকমা এখন অতীত। বহু আগেই মূল ছবির ধারায় অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সানি। আর এবছর অনুরাগ কাশ্যপের ছবি 'কেনেডি'র হাত ধরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পৌঁছেছেন সানি। কান-এ দেখানো হয়েছে সানি অভিনীত 'কেনেডি', 'কান'-এর রেড কার্পেটেও ডেবিউ করেছেন সানি লিওন।
সানির এই গৌরবের দিনে তাঁর পাশে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। রেড কার্পেটেই সানির ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছিল তাঁকে। স্ত্রীকে নিয়ে গর্বে বুক ফুলেছে ড্যানিয়েলেরও। স্ত্রীর এই শিখর ছোঁয়ার জন্য সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করেছিলেন ড্যানিয়েল। এবার স্বামীকে নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী।
সানি স্বামী ড্যানিয়েলকে ট্যাগ করে লিখেছেন, ‘ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন আমার সবথেকে খারাপ সময়। সেই মুহুর্তে তুমি আক্ষরিক অর্থে আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই তখন থেকে আমার পাশে আছো। ১৫ বছরের ঐক্য! তোমাকে ছাড়া কানের এই মুহূর্তটি কখনই ঘটত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই ছিল সত্যিই নিঃস্বার্থ। আমি তোমাকে ভালবাসি এবং তোমাকে ধন্যবাদ!’
আরও পড়ুন-প্রিয়াঙ্কার মতো করেই বিয়ে চান! রাজস্থানে হন্যে হয়ে উপযুক্ত প্রাসাদ খুঁজছেন পরিণীতি
স্ত্রী সানি লিওনের পোস্টের উত্তর দিতে ভোলেননি ড্যানিয়েল। পাল্টা উত্তরে লিখেছেন, ‘এ সবকিছুই তোমার অর্জন করা, ! আমি থাকি বা নাই বা থাকি! আমি তোমাকে ভালোবাসি! এটা তো সবে শুরু!’
এদিকে এর আগে কান-থেকে স্ত্রী সানির বেশকিছু ছবি শেয়ার করেছিলেন ড্যানিয়েল, লিখেছিলেন, ‘তুমি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আলো। কোন উপযুক্ত শব্দ পাচ্ছি না! আমি আজ রাতে চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখলাম! সকলেরই একটি যাত্রাপথ থাকে, কিন্তু সকলে তাঁদের স্বপ্ন ছুঁতে পারে না! তুমি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা এবং আমার কাছেও অনুপ্রেরণা! তোমায় সানি লিওন হওয়ার জন্য ধন্যবাদ!’
গোলাপি রঙের ওয়ান শোল্ডার হাই স্টিট গাউনে কানের রেড কার্পেটে দেখা যায় সানি লিওনকে। গাউনের লম্বা ট্রেল যখন হাওয়ায় উড়ছিল, তখন সানির থেকে চোখ সরাতে পারেননি বহু মানুষ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে ছিল হীরের দুল, আংটি, পরেছিলেন হিল জুতো, ঠোঁট রাঙিয়েছিলেন লাল লিপস্টিকে, আর সকলের উদ্দেশ্য চুম্বন ছুঁড়ে দেন সানি লিওন।