একসময়ের 'প্রাপ্তবয়স্কদের ছবি তারকা'! তবে সানি লিওনের জীবনে সেই তকমা এখন অতীত। সে সব ছেড়ে মূল ছবির ধারায় এসেছেন বহু আগে। সম্প্রতি অনুরাগ কাশ্যপের ছবি 'কেনেডি'র হাত ধরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পৌঁছে গিয়েছেন সানি। কান-এ দেখানো হয়েছে সানি লিওন অভিনীত 'কেনেডি', আর এবার বেশকিছু বলি তারকার মতো 'কান'-এর রেড কার্পেটে ডেবিউ করেছেন সানিও।
কানের রেড কার্পেটে গোলাপি রঙের ওয়ান শোল্ডার হাই স্টিট গাউনে দেখা যায় সানি লিওনকে। যে গাউনের লম্বা ট্রেল যখন হাওয়ায় উড়ছিল, তখন সানির থেকে চোখ সরাতে পারেননি অনেকেই। পোশাকের সঙ্গে মিলিয়ে পরে ছিলেন হিল জুতো, কানে হীরের দুল, আংটি, আর ঠোঁটে রাঙিয়েছিলেন লাল লিপস্টিকে, সকলের উদ্দেশ্য চুম্বন ছুঁড়ে দেন সানি। সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন-অবিবাহিত নয় ‘বিবাহিত’কেই বাছলেন, তবে পার্টনারের থেকে ‘লুকিয়ে’ই নাকি পছন্দ অনির্বাণের!
আরও পড়ুন-'আমি শুধুই পর্নস্টার, লোকে আর বলতে পারবে না', কানে হাউসফুল সানি লিওনের ‘কেনেডি’
তবে শুধু নেটপাড়া নয়, স্ত্রীকে এভাবে দেখে মুগ্ধ খোদ সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিনিও যেন সানিকে দেখে শব্দ হারিয়েছেন। সানির এই সাফল্য অনুপ্রেরণামূলক বলে লিখেছেন ড্যানিয়েল। কান-থেকে সানি বেশকিছু ছবি শেয়ার করে ড্যানিয়েল লিখেছেন, ‘তুমি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আলো। কোন সঠিক শব্দ পাচ্ছি না! আমি আজ রাতে আমার চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখেছি!! আমাদের সবারই একটি যাত্রা আছে, কিন্তু সবাই তাঁদের স্বপ্ন ছুঁতে পারে না! তুমি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা এবং আমার কাছেও অনুপ্রেরণা! তোমায় সানি লিওন হওয়ার জন্য ধন্যবাদ!’ এদিনে সানির হাত ধরেই কানের রেড কার্পেটে দেখা যায় ড্যানিয়েল ওয়েবারকেও।
ড্যানিয়েলের পোস্টের উত্তর দিতে ভোলেননি সানি। লিখেছেন 'ধন্যবাদ আমার ভালোবাসা! এটা শুধু একটি 'আমার' মুহূর্ত নয়। এটি 'আমাদের' মুহূর্ত। আপনি আমাকে এই প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য একইভাবে কঠোর পরিশ্রম করেছেন! আপনার নিঃস্বার্থতাই জন্যই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি!'
প্রসঙ্গত, 'কেনেডি'র জন্য ড্যানিয়েল পরিচালক অনুরাগ কাশ্যপ এবং সানির সহ-অভিনেতা রাহুল ভাটকে ধন্যবাদ জানাতে ভোলেননি। প্রসঙ্গত সালটা ছিল ২০১২, সেবছর পূজা ভাটের থ্রিলার জিসম ২-র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সানি। পরে বিগ বস-৫ এ অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন।