বাংলা নিউজ > বায়োস্কোপ > সুপার সিঙ্গার ৪ -এ চতুর্থ হলেন শ্রেয়া, পঞ্চম স্থানে বিশ্বরূপ এবং অনিন্দিতা

সুপার সিঙ্গার ৪ -এ চতুর্থ হলেন শ্রেয়া, পঞ্চম স্থানে বিশ্বরূপ এবং অনিন্দিতা

শুভদীপ-অন্বেষা-শ্রেয়া-অনুরাধা কার মাথায় উঠবে সুপার সিঙ্গার ৪-এর মুকুট

Super Singer 4: ৫ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ জানা যাবে কে হবে সুপার সিঙ্গার ৪ -এর বিজেতা। শুরু হয়ে গেল সঙ্গীতের মহাযুদ্ধ।

শুরু হয়ে গেল সুপার সিঙ্গার ৪ -এর গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় পর্ব। আজকেই জানা যাবে কে হলেন বিজেতা এই রিয়েলিটি শোয়ের বিজেতা। সেরা ৪ -এর লড়াইয়ের পর সেরার মুকুট কার মাথায় উঠল সেটাও স্পষ্ট হবে আজ।

শুভদীপ আজ লাল ইশক গেয়ে সকলের মন জিতে নেন। শিক্ষক শুভদীপের গানের জাদুতে মুগ্ধ হন সকল বিচারকরা। শুভদীপের জন্য পাপা কেহতে গানটি গাইলেন উদিত নারায়ণ। হরিনামে স্নিগ্ধতা ছড়ালেন অনুরাধা।

সুপার সিঙ্গার ৪ -এর সেরার মুকুট উঠল শুভদীপের মাথায়। দ্বিতীয় স্থানে রইলেন অনুরাধা, তৃতীয় হলেন অন্বেষা। এবার চতুর্থ স্থানে রইলেন শ্রেয়া। যুগ্ম ভাবে পঞ্চম হলেন বিশ্বরূপ এবং অনিন্দিতা।

গত ৫ মাস হাড্ডাহাড্ডি লড়াই চলেছে প্রতিযোগীদের মধ্যে। এই পাঁচ মাসে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হয়েছে প্রতিযোগীদের। তাঁদের পড়তে হয়েছে নানা কঠিন লড়াইয়ে। উঠে এসেছে তাঁদের জীবনের নানা গল্প।

ফিনালেতে আজ আছেন শুভদীপ, শ্রেয়া, অনুরাধা, বিশ্বরূপ, অনিন্দিতা এবং অন্বেষা। এই ছয়জনের মধ্যেই জমবে টক্কর। অনুরাধার কীর্তন, অন্বেষার মাটির গান, শুভদীপের দরাজ গলায় রোম্যান্টিক গান, নাকি শ্রেয়ার সুরেলা কণ্ঠ- আজ জয় হবে কার সেটা আর মাত্র ঘণ্টা দেড়েকে সুস্পষ্ট হয়ে যাবে। 

এবার গ্র্যান্ড ফিনালে দুটি পর্ব ধরে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে প্রতিযোগীদের ভরসা জোগাতে এসেছিলেন হরগৌরী পাইস হোটেলের শঙ্কর এবং ঐশানি। অর্থাৎ রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। রবিবার, ফাইনাল ফিনালে পর্বে তাঁদের সঙ্গে হাজির থাকবেন অনুরাগের ছোঁয়ার দীপা এবং সূর্য। অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ।

ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন উদিত নারায়ণ। সঙ্গে এবারের তিন বিচারক রূপম ইসলাম, মোনালি ঠাকুর, শান। সঙ্গে এবারের সঞ্চালক হিসেবে ছিলেন যিশু সেনগুপ্ত।

বন্ধ করুন