তাঁর গানে মুগ্ধ আট থেকে আশি। পুরুলিয়ার মতো জায়গায় বেড়ে ওঠা ও জীবনের ঘাত-প্রতিঘাত পেরিয়ে স্টার জলসার মঞ্চে পৌঁছনোর অন্বেষার লড়াই আশ্চর্য করবে অনেককেই।
1/5বহু বাঘা বাঘা প্রতিযোগীকে পিছনে ফেলে সুপার সিঙ্গার ৪-এর ফাইনালিস্ট হয়েছেন অন্বেষা মণ্ডল। তবে এই লড়াইটা তাঁর জন্য সহজ ছিল না। রূপান্তরকামী অন্বেষার কণ্ঠে এখন অপ্লুত দর্শকরা। তবে আজকের জায়গায় পৌঁছতে তাঁকে ফেলে আসতে হয়েছে অনেকখানি লড়াই।
2/5জন্মসূত্রে তাঁর নাম ছিল সুমন। আদি বাড়ি কলকাতার সোনারপুরে। যদিও বাবা চাকরিসূত্রে পুরুলিয়ার বাসিন্দা। আদ্রা স্টেশনের রেল কোয়ার্টারেই জন্ম। লেখাপড়াও সেখানেই। ধীরে ধীরে নিজের মধ্যে থাকা নারীসত্ত্বাকে অনুভব করতে শুরু করেন। বুঝতে পারেন মন থেকে তিনি একজন নারী।
3/5তবে সুমন থেকে অন্বেষা হওয়া এতটাও সহজ হয়নি তাঁর জন্য। অপারেশনের জন্য নিজেই তিল তিল করে টাকা জমিয়েছেন। সমাজের বাঁকা চোখের পরোয়া করেননি। গানের প্রতি ঝোঁক অনেক আগে থেকেই। গানের সাধনা করেই জীবনটা কাটাতে চান।
4/5একসময় অপারেশনের পর হাতে টাকা ছিল না। তখন কলসেন্টারেও কাজ করেছেন। সুপার সিঙ্গারে আসার পরেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে হয়েছে নানা ধরনের কটাক্ষ। কিন্তু নিজের গন্তব্য পৌঁছতে অবিচল মেয়েটা থেমে থাকেননি।